অর্থবছরের প্রথম চার মাসে এডিপি বাস্তবায়ন ৮.৩৩ শতাংশ

৬ দিন আগে
চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টেবর) বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন হয়েছে ৮ দশমিক ৩৩ শতাংশ; যা আগের অর্থবছরের তুলনায় কিছুটা বেড়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা যায়।


এতে বলা হয়, চলতি ২০২৫-২৬ অর্থবছরের এডিপিতে বরাদ্দ রয়েছে ২ লাখ ৩৮ হাজার ৬৯৫ কোটি টাকা। এর মধ্যে জুলাই-অক্টেবর মাসে মন্ত্রণালয় ও বিভাগগুলো ব্যয় করতে পেরেছে মাত্র ১৯ হাজার ৮৭৮ কোটি টাকা। যা মোট এডিপি বরাদ্দের ৮ দশমিক ৩৩ শতাংশ।

 

আরও পড়ুন: ২০২৬ সালে কতদিন ছুটি পাবেন ব্যাংকাররা?


আইএমইডির ওয়েবসাইটে বিশ্লেষণ করে দেখা যায়, গত অর্থবছরের (২০২৪-২৫) একই সময়ে ব্যয় হয়েছিল ২১ হাজার ৯৭৮ কোটি টাকা। যা মোট এডিপি বরাদ্দের ৭ দশমিক ৯০ শতাংশ।


আর গত ২০২৩-২৪ অর্থবছরের প্রথম চার মাসে এডিপি বাস্তবায়ন হয়েছিল ১১.৫৪ শতাংশ। এছাড়া ২০২২-২৩ অর্থবছরে ১২.৬৪ শতাংশ ও ২০২১-২২ অর্থবছরে এডিপি বাস্তবায়ন হয়েছিল ১৩.০৬ শতাংশ।


এদিকে গত অক্টোবর মাসে এডিপি বাস্তবায়ন হয়েছে ৩.২৩ শতাংশ বা ৭ হাজার ৭২০ কোটি টাকা। আর গত ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ে এডিপি বাস্তবায়ন হয়েছিল ৩.১৫ শতাংশ।

]]>
সম্পূর্ণ পড়ুন