‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ স্লোগানে পালিত হচ্ছে মৎস্য সপ্তাহ

৯ ঘন্টা আগে
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, দেশি মাছের উৎপাদন বাড়াতে ও জনগণের পুষ্টি নিশ্চিত করতেই এ মৎস্য সপ্তাহ উদযাপন করা হচ্ছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ এ স্লোগানকে সামনে রেখে ১৮ থেকে ২৪ আগস্ট পর্যন্ত দেশব্যাপী পালিত হচ্ছে মৎস্য সপ্তাহ। 

 

আরও পড়ুন: এভাবে চললে মাছ একদিন কপাল থেকে উঠে যাবে: ‌প্রধান উপদেষ্টা

 

এরই অংশ হিসেবে সকাল সাড়ে ৮টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউতে একটি র‌্যালির আয়োজন করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

 

ওই সেখানে অংশ নেন মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ক উপদেষ্টা ফরিদা আখতার। র‍্যালি শুরুর আগে তিনি বেলুন উড়িয়ে পদযাত্রার শুভ উদবোধন করেন। এ র‍্যালিতে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের পাশাপাশি অংশ নিয়েছেন ৩৬ জেলা থেকে আশা দেড় হাজার জেলে সদস্যরা।

 

]]>
সম্পূর্ণ পড়ুন