বুধবার (১৯ মার্চ) দুপুরে আশুগঞ্জ উপজেলার বাহাদুরপুরে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন জয়ের মালিকানাধীন মেসার্স করিম এন্টারপ্রাইজের গোদামে এ অভিযান চালানো হয়।
অভিযান কালে অবৈধভাবে ইউরিয়া সার গুদামজাতকরণের দায়ে অভিযুক্ত বিএনপি নেতাকে ২৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এসময় গুদামে অনেক নষ্ট সার ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়। এছাড়া গুদামে ছাই ও গোবরের স্তূপ এবং বিভিন্ন বিদেশি কোম্পানির ইউরিয়া নষ্ট সারের বস্তা এলোমেলো ভাবে পড়ে থাকতে দেখা যায়।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় ভোক্তার অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়ার সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাহা তাসনিম মৌ, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরিফুল ইসলাম ও সৈকত ভট্টাচার্য। এ সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষি সম্প্রসারণ অফিসের সহকারী উপ-পরিচালক সারমিন জুই, আশুগঞ্জ উপজেলা কৃষি অফিসার মো: হাসিব আব্দুল্লাহ উপস্থিত ছিলেন।
অভিযান সম্পর্কে নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাহা তাসনিম মৌ জানান, কামাল হোসেন জয় ভেজাল (ডিএপি) সার তৈরি করে কৃষকদের মাঝে সরবরাহ করে বলে অভিযোগ রয়েছে। এরই পরিপ্রেক্ষিতে তার মালিকানাধীন মেসার্স করিম এন্টারপ্রাইজের গুদামে তিনজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও কৃষি অফিসের কর্মকর্তাদের সমন্বয়ে অভিযান পরিচালনা করা হয়। তবে আপাতত ভেজাল (ডিএপি) সার তৈরির কোনো আলামত পাওয়া যায়নি।
আরও পড়ুন: ভেজাল খাদ্যপণ্যের কারখানায় র্যাবের অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
তবে অবৈধভাবে ইউরিয়া সার গুদামজাতকরণের দায়ে সার ব্যবস্থাপনা আইন ২০০৬ এর ১২(১) ধারায় অভিযুক্ত বিএনপি নেতাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়ছে। তাকে এক সপ্তাহের মধ্যে সারের কাগজপত্র দেখাতে বলা হয়েছে। এছাড়া সারের মান ঠিক আছে কি না পরিক্ষার জন্য গুদামে সংরক্ষিত সারের নমুনা সংগ্রহ করা হয়েছে।