অবশেষে থামালেন নিসাঙ্কা

২ সপ্তাহ আগে
কলম্বো টেস্টের তৃতীয় দিনের শুরুতেই সাফল্য পেল বাংলাদেশ। দেড়শ করা পাতুম নিসাঙ্কাকে আউট করেছেন তাইজুল ইসলাম। এনামুলের কাছে সহজ ক্যাচ দিয়ে ফিরেছেন লঙ্কান এই ওপেনার। প্যাভিলিয়নে ফেরার আগে নিসাঙ্কার ব্যাট থেকে এসেছে ১৫৮ রান।

দ্বিতীয় দিনেই লিড নিয়ে এগিয়ে যাচ্ছিলেন নিসাঙ্কা ও প্রভাত জয়সুরিয়া। দ্বিতীয় দিনের শেষে উইকেট পড়ায় নাইটওয়াচ ম্যান হিসেবে নেমেছেন জয়সুরিয়া। এখন লঙ্কান অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভার সঙ্গে ক্রিজে আছেন তিনি।


আরও পড়ুন: বড় লিডের বার্তা দিয়ে দিন শেষ করল শ্রীলঙ্কা 


তৃতীয় দিনে লঙ্কানদের লক্ষ্য পুরো ব্যাট করার। আর যদি পুরো তৃতীয় দিন ব্যাট করতে পারে স্বাগতিকরা, তবে বিশাল লিড নেবে তারা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ৩ উইকেটে ৩০৮ রান। লিড দাঁড়িয়েছেন ৬১ রানে।


বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ২ উইকেট নিয়ে সবচেয়ে সফল বোলার তাইজুল ইসলাম। বাকি উইকেটটি পেয়েছেন নাঈম হাসান।

]]>
সম্পূর্ণ পড়ুন