অবশেষে অ্যানথ্রাক্স রোগ নিয়ে নড়েচড়ে বসল রংপুরের স্বাস্থ্য বিভাগ

৩ সপ্তাহ আগে
রংপুরের পীরগাছা উপজেলায় অ্যানথ্রাক্সের উপসর্গ নিয়ে দুই ব্যক্তির মৃত্যু নিয়ে সময় সংবাদে খবর প্রচারের পর টনক নড়েছে স্বাস্থ্য বিভাগের। এরই মধ্যে অ্যানথ্রাক্সের উপসর্গ থাকা ব্যক্তিদের তথ্য ও নমুনা সংগ্রহ শুরু করেছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। প্রতিষ্ঠানটি বলছে, আক্রান্ত মানুষের নমুনা পরীক্ষা পর নিশ্চিত হওয়া যাবে রোগটি সম্পর্কে।

এর আগে গত ৯ সেপ্টেম্বর পশুর মধ্যে অ্যানথ্রাক্স শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছে প্রাণিসম্পদ দফতর।

 

রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে পীরগাছা উপজেলার মাইটাল এলাকায় অ্যানথ্রাক্সের উপসর্গ রয়েছে এমন ব্যক্তিদের নমুনা সংগ্রহ শুরু করেছে আইইডিসিআর। এসময় অ্যানথ্রাক্সের উপসর্গ নিয়ে মারা যাওয়া আব্দুর রাজ্জাকের বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহ করে প্রতিষ্ঠানটির প্রতিনিধিরা। পরে দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় নমুনা সংগ্রহের পাশাপাশি নানা তথ্য সংগ্রহ করে তারা।

 

আরও পড়ুন: অবশেষে ভেঙে গুঁড়িয়ে দেয়া হলো পীরগাছার সেই ইটভাটা

 

প্রতিনিধি দলের প্রধান ও আইইডিসিআর এর মেডিকেল অফিসার ডা. মো. আব্দুল্লাহ সময় সংবাদকে বলেন, রংপুরের পীরগাছায় অ্যানথ্রাক্স ছড়িয়ে পড়েছে এমন সংবাদ প্রচারের পর আমরা আইইডিসিআর-এর একটি টিম এখানে এসেছি। যারা অ্যানথ্রাক্সের উপসর্গ নিয়ে আক্রান্ত আমরা তাদের বাড়ি বাড়ি যাচ্ছি নমুনা ও সকল ধরনের তথ্য সংগ্রহ করছি। এই নমুনা আইইডিসিআর এ পরীক্ষার পার নিশ্চিত করে বলা যাবে অ্যানথ্রাক্স কি না।

 

এদিকে রোববার সকালে রংপুরে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, ‘আমরা কোনো রকম ঝুঁকি নিতে চাই না যে এটা (অ্যানথ্রাক্স) মানুষের মধ্যে ছড়াক। প্রাণি থেকে মানুষের মধ্যে জুনোটিক রোগ ছড়ানোয় এটা অনেক মারাত্মক হতে পারে। সে জন্য এই রোগ যেন পশু থেকে মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে না পারে সে ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেয়া হচ্ছে।

 

আরও পড়ুন: রংপুরের পীরগাছায় অ্যানথ্রাক্সে আক্রান্ত অর্ধশতাধিক, উপসর্গ নিয়ে মৃত্যু ২

 

উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর আক্রান্ত গরুর নমুনা পরীক্ষার পর অ্যানথ্রাক্স শনাক্তের বিষয়টি নিশ্চিত করে প্রাণিসম্পদ দফতর। আর এই রোগের উপসর্গ নিয়ে দুই ব্যাক্তির মৃত্যুসহ গত দুই মাস ধরে এই রোগে অন্তত দুই শতাধিক মানুষ আক্রান্ত হয়েছে। একইসাথে মারা গেছে প্রায় এক হাজার গবাদি পশু।

 

 

 

]]>
সম্পূর্ণ পড়ুন