অন্তর্বর্তী সরকারের সম্পর্ক নিয়ে প্রশ্নে তারেরক রহমান বলেন, বিষয়টি রাজনৈতিক। এটি কোনো ব্যক্তির বিষয় না। আমরা প্রথম থেকে বলেছি যে আমরা চাই, এই অন্তর্বর্তীকালীন সরকার সফল হোক। অর্থাৎ অনেক কিছুর মতো বিভিন্ন বিষয় আছে- যেমন আমরা যদি মূল দুটি বিষয় বলি যে কিছু সংস্কারের বিষয় আছে, একইসঙ্গে একটি প্রত্যাশিত সুষ্ঠু নিরপেক্ষ স্বাধীন নির্বাচনের একটি বিষয় আছে। মূলত কিছু সংস্কারসহ যেই সংস্কারগুলো না করলেই নয়-- এ রকম সংস্কারসহ একটি স্বাভাবিক সুষ্ঠু স্বাধীন নির্বাচন অনুষ্ঠিত করাই হচ্ছে বর্তমান সরকারের মূল লক্ষ্য। আমরা প্রত্যাশা করি, উনারা উনাদের ওপর যেটা মূল দায়িত্ব, সেটি ওনারা সঠিকভাবে সম্পাদন করবেন। এটাই তো আমাদের কাছে উনাদের চাওয়া রাজনৈতিক দল হিসেবে। আমরা আশা রাখি, প্রত্যাশা করি যে উনারা কাজটি সুন্দরভাবে করবেন। স্বাভাবিকভাবে এই কাজটির সৌন্দর্য্য বা কতটুকু ভালো কতটুকু ভালো বা মন্দভাবে করতে পারছেন, তার ওপরেই মনে হয় সম্পর্কের উষ্ণতা বা শীতলতা যেটাই বলেন সেটা নির্ভর করবে।
আরও পড়ুন: লন্ডনে ড. ইউনূসের সঙ্গে বৈঠক নিয়ে যা বললেন তারেক রহমান
সরকার পরিচালনার ক্ষেত্রে ও দেশ পরিচালনার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের ভূমিকা মূল্যায়ন প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার মানে ইন্টেরিম, মানে এটা তো ক্ষণস্থায়ী বিষয়টি। তো খুব স্বাভাবিকভাবেই একটি দেশ পরিচালনা তো একটি বিশাল বিষয়। আমরা হয়তো ভূখণ্ডের ভিত্তিতে যদি বিবেচনা করি হয়তো বাংলাদেশকে অনেকে বলবে ছোট দেশ। কিন্তু আমরা যদি জনসংখ্যার ভিত্তিতে বিবেচনা করি বাংলাদেশ পৃথিবীর অনেক ভূখণ্ড হিসেবে বড় দেশ এ রকম অনেক দেশের থেকে অনেক বড় কিন্তু। ইউকের জনসংখ্যা সাত কোটির মতো, বাংলাদেশের জনসংখ্যা প্লাস বা মাইনাস ২০ কোটির মতো এখন। কাজেই ইউকের তিন গুণ বড়। এ রকম একটি দেশ পরিচালনা করতে হলে স্বাভাবিকভাবেই জনগণের ম্যান্ডেটসহ একটি শক্তিশালী রাজনৈতিক সরকার প্রয়োজন।
আরও পড়ুন: বিএনপি ক্ষমতায় গেলে মত প্রকাশের স্বাধীনতা থাকবে: তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বিভিন্ন বিষয় থাকে, ইস্যুজ থাকে, বিভিন্ন বিষয় আছে। তো এখন নির্বাচনের বাইরে অন্তর্বর্তীকালীন সরকারের পারফরমেন্স নিয়ে সব কিছু বিবেচনা করলে আমার কাছে মনে হয়েছে, হয়তো উনারা চেষ্টা করেছেন অনেক বিষয়। সব ক্ষেত্রে সবাই তো আর সফল হতে পারে না, স্বাভাবিকভাবে ওনাদের লিমিটেশনস কিছু আছে। সেই লিমিটেশনসের মধ্যে উনারা হয়তো চেষ্টা করেছেন যতটুকু পেরেছেন হয়তো চেষ্টা করছেন।