বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেলে পল্লবীতে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত ইফতার বিতরণ অনুষ্ঠানে এ অভিযোগ করেন রিজভী।
আইনশৃঙ্খলা বাহিনী ঠিকমতো কাজ করছে না মন্তব্য করে তিনি বলেন, ‘আইনের শাসন প্রতিষ্ঠা করা গেলে মব কালচার তৈরি হতো না।’
এই বিএনপি নেতা বলেন, ‘জনগণ অবাধ সুষ্ঠু নির্বাচন চায়। কিন্তু সরকার তারিখ দিতে নারাজ। ডিসেম্বরের কথা বললেও নির্দিষ্ট তারিখ তারা ঘোষণা করেনি।’
আরও পড়ুন: সুযোগ পেলেই বিএনপিকে পেছন থেকে ছুরিকাঘাতের চেষ্টা করে জামায়াত: রিজভী
জনগণের ক্ষমতা তাদের হাতে ফেরত দিতে হবে উল্লেখ করে রিজভী বলেন, ‘সংস্কার সংবিধানে সন্নিবেশিত করবে নির্বাচিত সরকার।’
ইফতার বিতরণ অনুষ্ঠানে মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হকসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।