৯১ বছর বয়সেও মঞ্চে নেচে ‘তওবা তওবা’ গাইলেন আশা ভোঁসলে

১ সপ্তাহে আগে
গাণিতিক হিসাবে প্রখ্যাত শিল্পী আশা ভোঁসলের বয়স নব্বই পার হলেও মনেপ্রাণে তিনি চির সবুজ তরুণ কণ্ঠস্বর। সম্প্রতি দুবাইয়ে অনুষ্ঠান করতে গিয়েছিলেন কিংবদন্তি শিল্পী। একের পর এক গান গেয়ে শ্রোতাদের মুগ্ধ করেছিলেন তিনি। কিন্তু হঠাৎ তার গলায় অন্য সুর ধরা পড়লে আরও মুগ্ধ হয়ে যান শ্রোতা দর্শকেরা।

মঞ্চে দাঁড়িয়ে ‘ব্যাড নিউজ’ সিনেমার বহুল জনপ্রিয় ‘তওবা তওবা’ গানটি পরিবেশন করেন তিনি। শুধু তা-ই নয়, মাইক রেখে বিখ্যাত নাচের স্টেপও দেখান। সামাজিক যোগাযোগ মাধ্যমে সমাজমাধ্যমের পাতায় আশার নাচের ভিডিও ছড়িয়ে পড়ে ঝড়ের গতিতে। বিষয়টি জানা গেছে ভারতীয় সংবাদ মাধ্যমের সূত্র থেকে।


দুবাইয়ের কনসার্টে গিয়ে ‘তওবা তওবা’ গানটিই গাইতে দেখা গেল আশাকে। গানের সঙ্গে ভিকির যে নাচের স্টেপ ছিল, মাইক হাতে গানটি গাইতে গাইতে দু’গালে হাত দিয়ে সেই স্টেপ অনুকরণ করেন কিংবদন্তি সঙ্গীতশিল্পী।


ব্যাকগ্রাউন্ডে যখন শুধু বাজনা বেজে চলেছে, তখন হাত থেকে মাইক রেখে দিলেন আশা। পাশে সরে ‘তওবা তওবা’ গানে নাচ করতে শুরু করলেন তিনি। কখনও নিজের ভঙ্গিমায়, কখনও আবার জনপ্রিয় ‘হুক স্টেপ’ মিলিয়ে নাচ করলেন তিনি।


তার ভিডিও দুবাইয়ের একটি বেতার চ্যানেলের ইনস্টাগ্রামের পাতায় পোস্ট করা হয়। ভিডিওটি সমাজমাধ্যমের পাতায় পোস্ট করে অভিনেতা ভিকি এবং গায়ক কর্ণের নজর কাড়ে তারা।

 

আরও পড়ুন: ২০২৪ কাঁপানো সেরা ৮ গান


আশার এই ভিডিওটি ইনস্টাগ্রাম স্টোরিতে ভাগ করে নেন কর্ণ নিজেই। পোস্ট করে কর্ণ লেখেন, ‘আমার যখন ২৭ বছর বয়স, তখন গানটি লিখেছিলাম। উনি ৯১ বছর বয়সে এসেও আমার চেয়ে ভাল গাইছেন।’

 

আরও পড়ুন: অস্কারে মনোনীত প্রথম বাংলা গান ‘ইতি মা’

]]>
সম্পূর্ণ পড়ুন