৯০ দিন মেয়াদি বাংলাদেশ ব্যাংক বিলের নিলামের তারিখ নির্ধারণ

১ সপ্তাহে আগে
কেন্দ্রীয় ব্যাংকে ৯০ দিন মেয়াদি বাংলাদেশ ব্যাংক বিলের নিলাম আগামী ১, ৮, ১৫, ২২ ও ২৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ ব্যাংকের যোগাযোগ ও প্রকাশনা বিভাগ (ডিসিপি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

 

এতে বলা হয়, বাজারে অতিরিক্ত তারল্য নিয়ন্ত্রণের মাধ্যমে মুদ্রাবাজারে স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে আগামী ১, ৮, ১৫, ২২ ও ২৯ জানুয়ারি ৯০ দিন মেয়াদি বাংলাদেশ ব্যাংক বিলের নিলাম অনুষ্ঠিত হবে। এ নিলামে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসহ বাংলাদেশে নিবাসী সকল ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী সর্বনিম্ন দশ লাখ টাকা বা দশ লাখ টাকার গুণিতক অঙ্কের অভিহিত মূল্যে বিড দাখিল করতে পারবেন।

 

আরও পড়ুন: এবার ৯০ ও ১৮০ দিন মেয়াদি বিল চালু করলো কেন্দ্রীয় ব্যাংক

 

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসহ বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চলতি হিসাব পরিচালনাকারী যেকোনো ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান নিজস্ব বা তাদের ব্যক্তি বা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী গ্রাহকদের পক্ষে বিড দাখিল করতে পারবেন। প্রতি ১০০ টাকা অভিহিত মূল্যের জন্য ডিস্কাউন্টে বিলের প্রস্তাবিত ক্রয়মূল্য উল্লেখসহ মোট অভিহিত মূল্য উদ্ধৃত করে ইলেকট্রনিক প্রক্রিয়ায় নিলামের তারিখ দুপুর সাড়ে ১২টার মধ্যে বাংলাদেশ ব্যাংকে স্থাপিত এমআই মডিউলের মাধ্যমে বিড দাখিল করতে হবে।

 

একই দিনে নিলাম অনুষ্ঠিত হবে ও নিলাম ফলাফল দুপুর আড়াইটার মধ্যে ঘোষিত হবে। বাংলাদেশ ব্যাংক বিলের সেটেলমেন্ট টি+০ ভিত্তিতে হবে এবং মেয়াদান্তে বিলের মেয়াদপূর্তিতে মূল্য সংশ্লিষ্ট ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের চলতি হিসাবে আকলন করে পরিশোধ করা হবে।

 

এদিকে নিলামে অংশগ্রহণের বিস্তারিত নির্দেশনা এরই মধ্যে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে চিঠির মাধ্যমে জানানো হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

]]>
সম্পূর্ণ পড়ুন