শারমিন সুলতানা সুমি সম্প্রতি তার ফেসবুকে লিখেছেন দীর্ঘ ৮ বছর পর চিরকুট অ্যালবাম প্রস্তুতের বিষয় নিয়ে।
সুমি লিখেছেন, ‘দীর্ঘ ৮ বছর পর চিরকুট-এর চতুর্থ স্টুডিও অ্যালবাম প্রস্তুত!’
তিনি আরও বলেন, ‘সবটুকু ভালোবাসা আর আবেগ দিয়ে আমাদের সকল প্রেরণার উৎস দেশ-বিদেশে আমাদের অগণিত শ্রোতাদের জন্য তৈরি হয়েছে সম্পূর্ণ মৌলিক সম্পূর্ণ নতুন ১০টি গানের- এ অ্যালবাম।
আরও পড়ুন: সালমার ঈদের গান 'বরবাদ'
নতুন অ্যালবাম নিয়ে তিনি বলেন, ‘মোট ২০টি গান তৈরি হয়েছিল। তার থেকে বেঁছে ১০টি গান নির্বাচন করেছি আপনাদের কাছে পৌঁছে দিতে। আমাদের চেষ্টার কোন ত্রুটি আমরা রাখিনি। শতভাগ সততার সাথে নিজেদের কাজটা মন দিয়ে করার চেষ্টা করেছি।’
অ্যালবামের নাম নিয়ে সুমি বলেন, ‘অ্যালবামের নামও চূড়ান্ত হয়েছে। আশা রাখি জানাবো আগামী সপ্তাহে নতুন মুখ, নতুন গান; বাংলা নতুন বছরের প্রাক্কালে শেষ মুহূর্তের কাজে ব্যস্ত আমরা। নিজেদের ভাষায়, চিন্তায়, নিজেদের সৃষ্টির এ শীতল ছায়া ভ্রমণ তৈরি করতে পারার আনন্দ অপার্থিব।
আরও পড়ুন: ৩২-এর ভাঙা বাড়ির সামনে দাঁড়িয়ে ন্যান্সি বললেন, ‘নতুন বাংলাদেশের সূচনা’
]]>