শুক্রবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে আটটার দিকে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের বড় অংকুজানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত আব্দুল ওয়াহাব সিকদারকে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজালাল জানান, ‘আব্দুল ওয়াহাব সিকদারের সঙ্গে তার স্ত্রী ও সন্তানদের দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। এ ঘটনার জের ধরে শুক্রবার সকালে তার ছেলে আবুল কাশেম দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করে।’
আরও পড়ুন: নিম্নমানের ইট ব্যবহার করায় প্রকৌশলীর বিরুদ্ধে ঝাড়ু মিছিল
স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওয়াহাব সিকদারের স্ত্রী কাজল রেখা ও ছেলে আবুল কাশেমকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি শাহজালাল।
]]>