ভক্তদের অপেক্ষার অবসান ঘটিয়ে ভারতে দুটি লাইভ কনসার্টে অংশ নেবেন পিটবুল। কনসার্টের শিরোনাম ‘পিটবুল : আই অ্যাম ব্যাক’।
২০১৯ সালের পর চলতি বছরই ভারত সফর করবেন আন্তর্জাতিকমানের এ জনপ্রিয় তারকা। এটি হবে তার চতুর্থতম ভারত সফর।
জানা যায়, ৬ ডিসেম্বর ভারতের গুরুগ্রামের হুদা গ্রাউন্ডে বসবে পিটবুলের প্রথম কনসার্ট। এর দুই দিন পরই ৮ ডিসেম্বর দ্বিতীয় কনসার্টটি হবে ভারতের হায়দরাবাদের বিখ্যাত রামোজি ফিল্ম সিটিতে।
ইতিমধ্যে শুরু হয়েছে টিকিট বিক্রি। ন্যূনতম টিকিটের মূল্য ২০০০ রুপি, ভিআইপি টিকিটের শুরু ৫০০০ থেকে আর প্রিমিয়াম টিকিটের সর্বোচ্চ দাম ২৪, ৯৫০ ভারতীয় রুপি নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুন: ১৪ বছরের সংসার ভাঙছে জয়-মাহির
পিটবুল সর্বপ্রথম ভারতে আসেন ২০১১ সালে। এরপর ২০১৭ এবং ২০১৯ সালে তার মনোমুগ্ধকর পারফরম্যান্সে মুগ্ধ করেন ভারতীয় দর্শকদের।
আরও পড়ুন: যে কারণে প্রিয়াঙ্কাকে ‘পোষা ইঁদুর’ বলেছিলেন শাহরুখ খান!
]]>
৩ সপ্তাহ আগে
৭







Bengali (BD) ·
English (US) ·