জানা গেছে, নিহত ফাতেমা গোলাকান্দাইল ইউনিয়নের ইসলামবাগ ৫ নম্বর ক্যানেল এলাকার আব্দুল হকের মেয়ে।
ঘটনাটি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম সময় সংবাদকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’
আরও পড়ুন: ভূমিকম্প: ক্ষয়ক্ষতির সবশেষ পরিস্থিতি জানালো ফায়ার সার্ভিস
স্থানীয়রা জানান, সকালে ভূমিকম্প শুরু হওয়ার সময় গোলাকান্দাইল ইসলামবাগ এলাকার কুলসুম বেগম তার এক বছর বয়সী মেয়ে ফাতেমাকে নিয়ে ভুলতা গাউছিয়া এলাকায় যাচ্ছিলেন। এ সময় রাস্তার পাশে একটি টিনসেড বাড়ির দেয়াল ধসে পড়ে তাদের ওপর। দেয়ালের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয় শিশু ফাতেমা। আহত হন তার মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগম। আশপাশের লোকজন ছুটে এসে দেয়ালের নিচ থেকে তাদের উদ্ধার করেন। পরে আহত দুই নারীকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোখলেসুর রহমান বলেন, ‘ভূমিকম্পে দেয়াল ধসে ফাতেমা নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগমকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় প্রাইভেট হাসপাতালে নেওয়া হয়েছে।’
]]>
১৩ ঘন্টা আগে
৪







Bengali (BD) ·
English (US) ·