এসময় সারজিস আলম আরও বলেন, বিগত ৫৪ বছরের ক্ষত এক বছরে সারিয়ে তোলা সম্ভব নয়। বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত, বিভিন্নভাবে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কালচারালি করাপ্টেড হয়ে গিয়েছে। ধীরে ধীরে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে এসব থেকে বের হয়ে আসতে হবে।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, এই নির্বাচনে জনগণ এনসিপিকে ভোট দেয়ার জন্য প্রস্তুত আছে। স্থানীয় নেতাকর্মীদেরকে মানুষের কাছে গিয়ে মানুষের সমর্থন গুছিয়ে আনার আহ্বান জানান এই নেতা।
আরও পড়ুন: পোষা দল হবে না এনসিপি: সারজিস
এছাড়া, জুলাই সনদে স্বাক্ষর না করা নিয়েও যুক্তি তুলে ধরে এনসিপিকে শাপলা প্রতীক দিবে হবে এবং সেটি করা না হলে আদায় করে নেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
আরও পড়ুন: আগামী সংসদে নির্ধারকের ভূমিকায় থাকবে এনসিপি: সারজিস
সারোয়ার তুষার ও সারজিস আলম ছাড়াও অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দলটির ঢাকা বিভাগীয় সম্পাদক সাইফুল হায়দার সহ সংশ্লিষ্ট নেতাকর্মীরা। এসময়, জেলার ৬ উপজেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
]]>
৩ সপ্তাহ আগে
৬







Bengali (BD) ·
English (US) ·