৫ বছরেও হয়নি মেরামত, দুর্ঘটনা এড়াতে ব্যক্তিগত অর্থায়নে সংস্কার উদ্যোগ

৪ ঘন্টা আগে
মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উত্তর পাঁচখোলা গ্রামের প্রায় ৫০০-৬০০ পরিবারের যাতায়াতের একমাত্র সড়ক— আব্বাস মাতুব্বরের বাড়ির সেতু থেকে ইতালি ব্রিকস্ পর্যন্ত এক কিলোমিটার পথ। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কটিতে তৈরি হয়েছে বড় বড় গর্ত ও খানাখন্দ। এতে পুরো রাস্তা এখন পরিণত হয়েছে ‘মরণ ফাঁদে’।

প্রতিদিন কয়েক হাজার মানুষ এই সড়ক ব্যবহার করেন। ফলে দুর্ভোগে পড়ছেন পথচারী, যাত্রী ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা। এলাকাবাসী একাধিকবার ইউপি চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে সড়ক সংস্কারের দাবি জানালেও মেলেনি কোনো সমাধান। শেষপর্যন্ত ব্যক্তিগত অর্থায়নে সংস্কারের উদ্যোগ নিলেও অর্থাভাবে কাজ আটকে আছে।


স্থানীয় বাসিন্দা মিরজিন হাওলাদার বলেন, ‘আমাদের এখানকার সড়কটি এখন মরণ ফাঁদ। এক থেকে দেড় ফুট গর্ত রয়েছে। হাঁটাচলা করাও দায়। আমরা এর থেকে মুক্তি চাই।’


মসজিদের ইমাম আবু বক্কর সিদ্দিকী জানান, ‘এমন সড়ক দেশের অন্য কোথাও আছে কিনা জানি না। পুরো সড়ক ঝুঁকিপূর্ণ। যানবাহন বন্ধ, রোগী নিয়ে হাসপাতালে যাওয়াও সম্ভব হচ্ছে না। প্রশাসনের উচিৎ দ্রুত ব্যবস্থা নেয়া।’


আরও পড়ুন: সাতক্ষীরা-শ্যামনগর সড়কের বেহাল দশা, দুর্ভোগে ১৫ লাখ মানুষ


স্থানীয় সাগর ফকিরের আক্ষেপ, ‘জনপ্রতিনিধি আসে-যায়, কিন্তু আমাদের সড়কের কোনো উন্নয়ন হয়নি। আমরা জেলার মধ্যে সবচেয়ে বেশি অবহেলিত।’


এ বিষয়ে মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিগুলো দেখেছি। সড়কটির অবস্থা খুবই নাজুক। উপজেলা পরিষদ বা এলজিইডির মাধ্যমে সংস্কারের ব্যবস্থা করা হবে, তবে কিছুটা সময় লাগবে।’


এলজিইডি’র মাদারীপুর নির্বাহী প্রকৌশলী বাদল চন্দ্র কীর্তনিয়া বলেন, ‘বর্তমানে কোনো বরাদ্দ বা প্রকল্প নেই। তবে সরেজমিন পরিদর্শন করে বরাদ্দ পাওয়া গেলে সড়কটি সংস্কার করা সম্ভব। সেটিও সময়সাপেক্ষ।’

]]>
সম্পূর্ণ পড়ুন