নেপাল থেকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরছে বাংলাদেশ ফুটবল দল

২ ঘন্টা আগে
নেপালে গণ-অভ্যুত্থানের পর চলছে কারফিউ। যার কারণে কয়েকদিন হোটেলে আটকা পড়ে ছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। তবে অবশেষে দেশে ফিরছে জামালরা। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ দুতবল দল পৌঁছেছে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে।

বেলা সাড়ে ১১টার পর বিশেষ এক ফ্লাইটে ঢাকার উদ্দেশে উড়াল দেয়ার কথা রয়েছে তাদের। একই বিমানে ফিরবেন বাংলাদেশ-নেপাল ম্যাচ কাভার করতে যাওয়া সাংবাদিকেরাও।


নেপালে ছাত্র-জনতার আন্দোলনে সরকার পতনের পর ৯ সেপ্টেম্বর থেকে স্থবির হয়ে যায় বিমান যোগাযোগ। টানা দেড় দিন ফ্লাইট চলাচল বন্ধ থাকার পর বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফের সচল হয় কাঠমান্ডু বিমানবন্দর। এ সুযোগে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, কাঠমান্ডুর বাংলাদেশ দূতাবাস এবং সরকার মিলে দলের দেশে ফেরার ব্যবস্থা নেয়।


আরও পড়ুন: ম্যানচেস্টার সিটির জন্য অপেক্ষা করছে বড় দুঃসংবাদ 


বাফুফে সাধারণ সম্পাদক জানিয়েছেন, ফুটবলার ও সাংবাদিক সবাইকে নিরাপদে দেশে ফেরাতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়েছে। সাড়ে ১১টার বিশেষ ফ্লাইটে তাদের ঢাকায় ফেরার কথা।


দুটি প্রীতি ম্যাচ খেলতে কাঠমান্ডু গিয়েছিল বাংলাদেশ দল। তবে আন্দোলনের কারণে ৯ সেপ্টেম্বরের ম্যাচ বাতিল হয়। নির্ধারিত দিনে দেশে ফেরার পরিকল্পনাও ভেস্তে যায় বিমানবন্দর বন্ধ হয়ে যাওয়ায়। 

]]>
সম্পূর্ণ পড়ুন