৫ দিনে গাজায় ইসরাইলি হামলায় ৭০ শিশু নিহত

৩ সপ্তাহ আগে
গাজা উপত্যকায় গত পাঁচ দিনে ইসরাইলি হামলায় প্রায় ৭০ জন শিশু মারা গেছে। রোববার ( ১২ জানুয়ারি) ফিলিস্তিনের বেসামরিক প্রতিরক্ষা পরিষেবা এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার।

সংস্থাটি নিহত শিশুদের বয়স সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি। শুধু বলেছে, ফিলিস্তিনজুড়ে বেশ কয়েকটি এলাকা লক্ষ্য করে ইসরাইলের হামলায় তারা প্রাণ হারিয়েছে।


গাজায় ১৬ মাসেরও বেশি সময় ধরে গণহত্যা চালাচ্ছে ইসরাইল। এই সময়ে হামলায় সবচেয়ে বেশি নিহত হয়েছে ফিলিস্তিনি নারী ও শিশুরা।

 

আরও পড়ুন:গাজায় বোমা বিস্ফোরণে চার ইসরাইলি সেনা নিহত

 

এদিকে ৮ জানুয়ারি ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথেরিন রাসেল এক বিবৃতিতে জানান, ‘নতুন বছর শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ইসরাইল আরও বেশি হামলা চালাচ্ছে এবং মৃত্যুর ঘটনা ঘটছে। সেই সঙ্গে মানবিক বিপর্যয়সহ ক্রমবর্ধমান ঠান্ডায় শিশুরা অবর্ণনীয় কষ্টে পড়েছে।’


৭ অক্টোবর, ২০২৩ সাল থেকে গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় ৪৬,৫০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। যাদের বেশিরভাগই নারী ও শিশু। আহত হয়েছেন ১০৯,৬০০ জনেরও বেশি মানুষ।

 

২০২৪ সালের নভেম্বরে, আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।

 

আরও পড়ুন:১৫ বছর পর সিরিয়া সফরে লেবানিজ প্রধানমন্ত্রী, শারার সঙ্গে বৈঠক

 

গাজায় যুদ্ধের জন্য আন্তর্জাতিক বিচার আদালতেও ইসরাইলের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন