নিহত পূর্ণিমা রেলি একই এলাকার আপ্পানা রেলির মেয়ে।
বিষয়টি নিশ্চিত করেছেন কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন।
তিনি জানান, বুধবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে পূর্ণিমাকে বাড়িতে খোঁজে পাওয়া যাচ্ছিল না। তার বাবা ও মা বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও তার সন্ধান পাননি। তবে আজ ভোরে শমসেরনগর ক্যামেলিয়া লেকের এক পাশে মৃত এক শিশুর মরদেহ পড়ে থাকতে দেখে চা শ্রমিকেরা চিৎকার করলে লোকজন জড়ো হয়।
আরও পড়ুন: রূপগঞ্জে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার
এ সময় আপ্পান রেলি এসে মৃতদেহটি তার শিশুকন্যার বলে শনাক্ত করেন।
মৃতদেহটির গলাকাটা এবং হাতের কব্জি কাটা অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।