৫ দাবিতে পবিপ্রবি শিক্ষার্থীদের দেড়ঘণ্টা মহাসড়ক অবরোধ

১ সপ্তাহে আগে
চিকিৎসা অবহেলায় হুসাইন মোহাম্মদ আশিক নামে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) এক ছাত্রের মৃত্যুর অভিযোগে মহাসড়ক অবরোধ রেখে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে দেড় ঘণ্টা পটুয়াখালী-বরিশাল মহাসড়ক আটকে রেখে বিক্ষোভ করেন তারা।

 

শিক্ষার্থীদের অভিযোগ, সময়মত সঠিক চিকিৎসা পেলে ওই শিক্ষার্থীর মৃত্যু হতো না। এ ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের সাময়িক বরখাস্ত ও পরবর্তীতে শাস্তি, ক্যাম্পাসে পর্যাপ্ত চিকিৎসা সেবা, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে সার্বক্ষণিক চিকিৎসক, জনবল নিয়োগসহ পাঁচ দফা দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা।

 

হুসাইন মোহাম্মদ আশিক পবিপ্রবি কৃষি অনুষদের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি কুড়িগ্রামের রাজারহাট উপজেলার তালুক সুবল গ্রামে। তিনি নুর আলম সরদার ও বিলকিস আক্তার বেগমের ছেলে।

 

গত সোমবার (১৪ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন জনতা কলেজের পুকুরে কয়েকজন বন্ধু মিলে গোসল করতে গেলে পানিতে ডুবে যান আশিক। তাকে উদ্ধার করে প্রথমে দুমকী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আশিক।

 

আরও পড়ুন: বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ভবনে পাওয়া গেল অর্ধগলিত মরদেহ

 

তার মৃত্যুর খবরে ক্ষোভ প্রকাশ করে চিকিৎসকের গাফিলতির অভিযোগ তুলে হাসপাতাল চত্বরে উচ্চবাচ্য শুরু করেন সহপাঠীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে পুলিশ ও সেনা সদস্য মোতায়েন করা হয়।

 

শিক্ষার্থীদের অভিযোগ, প্রাথমিক চিকিৎসায় চরম গাফিলতি করা হয়েছে। হাসপাতালে পৌঁছানোর প্রায় ৪৫ মিনিট পর একজন চিকিৎসক রোগী দেখতে আসেন।

 

এ ঘটনায় আট সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে পটুয়াখালী জেলা প্রশাসন।

]]>
সম্পূর্ণ পড়ুন