ধান শুকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

৮ ঘন্টা আগে
চাঁদপুর সদরের বৈদ্যুতিক পাখায় ধান শুকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মনোয়ারা বেগম (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

শনিবার (২৬ এপ্রিল) সকালে বালিয়া ইউনিয়নের গুলিশা গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

 

নিহত মনোয়ারা বেগম গুলিশা গ্রামের তাজুল ইসলামের স্ত্রী।

 

আরও পড়ুন: নেত্রকোনায় আইপিএস সেটআপের সময় বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

 

তার ছেলে নূর ইসলাম জানান, বসতঘরের একটি কক্ষে বড় আকারের বৈদ্যুতিক স্ট্যান্ড ফ্যান দিয়ে ভেজা ধান শুকানোর সময় তার মা বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে প্রতিবেশীদের সহায়তায় তাকে উদ্ধার করে চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

চাঁদপুর জেনারেল হাসপাতালে কর্মরত পুলিশ কর্মকর্তা সফিকুল ইসলাম বলেন, ‘বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পরবর্তী সময়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

]]>
সম্পূর্ণ পড়ুন