৫ দল নিয়ে হলেও ডিসেম্বরে বিপিএল আয়োজন করবে বিসিবি

৬ দিন আগে
আগামী ডিসেম্বরে বিপিএল আয়োজনের ব্যাপারে সরকারের পক্ষ থেকে সবুজ সংকেত পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চুক্তি ও শর্ত অনুযায়ী অন্তত ৫টি ফ্র্যাঞ্চাইজি পেলেও তাদের নিয়েই আসর আয়োজনের পরিকল্পনা। শিগগিরই যুক্তরাষ্ট্রের কোম্পানি ‘আইএমজি’র সঙ্গে আনুষ্ঠানিক চুক্তির কাজ শেষ হবে।

এছাড়া আগামী বিপিএলে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের পাশাপাশি নতুন ভেন্যু হিসেবে যোগ হতে পারে রাজশাহী অথবা বরিশালের নাম।

 

শনিবার (১১ অক্টোবর) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়াম প্রাঙ্গনে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব জানান টুর্নামেন্টের সদস্য সচিব ও বিসিবি আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু।

 

বিপিএলের সময়সূচি নিয়ে মিঠু বলেন, ‘গত ৩-৪ দিন আগে বিপিএলের গভার্নিং কাউন্সিল গঠন করা হয়েছে। সুতরাং আমাদের প্রথম সিদ্ধান্তটা নিতে হয়েছে এত অল্প সময়ে আমরা বিপিএল করব কিনা। আনন্দের সঙ্গে ঘোষণা দিচ্ছি......সেদিন (নতুন কমিটির প্রথম বোর্ড মিটিংয়ের পর) প্রেস কনফারেন্সেও বলেছি বিপিএল আয়োজন করবে। সময়টা হচ্ছে ডিসেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারি মাঝামাঝি উইন্ডোতে।’

 

আরও পড়ুন: সিরিজ বাঁচানোর মিশনে তাসকিনকে বসিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

 

ফ্র‍্যাঞ্চাইজির সংখ্যা নিয়ে তিনি বলেন, ‘এটা নতুনভাবে শুরু হচ্ছে কারণ আগে যত দলের সঙ্গে চুক্তি ছিল এসব শেষ হয়েছে। কালই আমাদের ইওআই কাগজটা আসবে। ইওআইতে আমরা ১০টা অঞ্চলের কথা বলেছি। এখান থেকে আমাদের যে উইন্ডোটা আছে....এ বছর যেহেতু অল্প সময় এ জন্য আমরা ৫ দলের বিপিএল করতে চাই। তাই বলে ৬-৭টা হবে না সেটা বলছি না। কিন্তু এই মাসের উইন্ডোতে ৫ টা দল নিয়ে করতে চাই। আমাদের প্রথম অগ্রাধিকার ৫টা দল।’

 

বিপিএলের আগের সব আসরেই ফ্র্যাঞ্চাইজি নিয়ে কম-বেশি সমস্যা তৈরি হয়েছে। গত আসরে রাজশাহী ফ্র্যাঞ্চাইজির কর্মকাণ্ড বিপিএলকে আন্তর্জাতিক গণমাধ্যমেও শিরোনাম করেছে। এসব বিষয় মাথায় রেখে এবার ফ্র্যাঞ্চাইজি নির্বাচনে আরও কঠোর হবেন বলে জানান মিঠু।

 

তিনি বলেন, ‘গত বিপিএলে আমাদের ফ্র্যাঞ্চাইজি নিয়ে সমস্যা হয়েছিল। এবারের ফ্র্যাঞ্চাইজি নির্বাচন কঠোর হবে৷ মানে আর্থিকভাবে ঠিক না থাকলে, ম্যানেজমেন্ট ঠিক না থাকলে......হ্যাঁ, আপনি হয়তো বড় গ্রুপ, আর্থিক অবস্থা ভালো কিন্তু আপনার ক্রিকেট ম্যানেজমেন্টেরও লোক নিয়োগ করতে হবে। আমরা এবার এসব বিষয় দেখব।’

 

আরও পড়ুন: বিপিএলের মঞ্চ এবার বিদেশি আয়োজনে, ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্বে যুক্তরাষ্ট্রের কোম্পানি

 

এবারের বিপিএল আয়োজনের জন্য বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি করার সিদ্ধান্ত নিয়েছিল বিসিবি। সবচেয়ে বেশি আলোচনায় ছিল যুক্তরাষ্ট্রভিত্তিক স্পোর্টস ইভেন্ট কোম্পানি আইএমজির নাম। প্রতিষ্ঠানটির সঙ্গে বিপিএলের ৩ মৌসুম আয়োজনের চুক্তিও হয়ে গেছে বলে জানা গিয়েছিল। তবে সম্প্রতি গুঞ্জন উঠেছে আইএমজি বিসিবির সঙ্গে নাকি কাজ করতে অনাগ্রহী। তবে এমন গুঞ্জন উড়িয়ে দিয়েছেন বিপিএলের সদস্য সচিব মিঠু।


তিনি বলেন, ‘অনেক মিডিয়াতে আমরা দেখছি আইএমজির কথা।  আমাদের কথা কিন্তু আইএমজির সাথে এগিয়ে যাচ্ছে। অনেক জায়গায় কাগজে দেখলাম আইএমজি আগ্রহী না, আমাদের পরামর্শ দিতে চায় না, এটা ভুল। তাদের সাথে আমাদের চুক্তি প্রায় হয়ে গেছে। আগামী কয়েকদিনের মধ্যে স্বাক্ষর হয়ে যাবে। তারা আমাদের সাথে আছে। পরিসরটা হয়তো কম হবে কিন্তু তারা আমাদের সঙ্গে আছে। দ্রুতই কাজ শুরু করব।’

]]>
সম্পূর্ণ পড়ুন