এমন পরিস্থিতিতে সরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষা ফ্রি করে দিয়েছে সরকার। ৩০ নভেম্বর পর্যন্ত থাকবে এই সুযোগ।
এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে গত বুধবার (১৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরকে চিঠি পাঠিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এতে সই করেন মন্ত্রণালয়ের উপ-সচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ।
চিঠিতে বলা হয়েছে, এনএসআই টেস্ট ৩০ নভেম্বর পর্যন্ত বিনামূল্যে করার প্রয়োজনীয় নির্দেশক্রমে অনুরোধ হলো।
চলতি মাসের ১৫ দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০ হাজার ৪২৮ জন, মৃত্যু হয়েছে ৪৫ জনের।
আরও পড়ুন: ডেঙ্গু টেস্ট জ্বরের কতদিনের মধ্যে করতে হয়?
গত বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত পরিসংখ্যানে দেখা যায়, ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে একজন মারা যান। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৫৫ জন ডেঙ্গুরোগী।
এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ২৪৩ জন এবং শনাক্ত রোগী বেড়ে ৫৭ হাজার ৭৭০ জনে দাঁড়িয়েছে।
২০২৪ সালে দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের। এর আগের বছর ২০২৩ সালে ডেঙ্গুতে মারা যান সর্বোচ্চ ১ হাজার ৭০৫ জন এবং আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।
]]>