৫ আগস্টের মতো গণজোয়ার সৃষ্টির ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

১ সপ্তাহে আগে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মঙ্গলবার (৩১ ডিসেম্বর) শহীদ মিনারে সমবেত হওয়ার কর্মসূচি বহাল রেখেছে। তবে ঘোষণাপত্র সরকারই দেবে। বরং ‘জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র’ তৈরির যে উদ্যোগ বর্তমান অন্তর্বর্তী সরকার নিয়েছে সেটির পক্ষে অবস্থান নিয়ে ঘোষণাপত্রটি কেমন হবে তা জানানো হবে বলে জানিয়েছে সংগঠনটি।

সোমবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাত ১টায় রাজধানীর বাংলামোটরের রূপায়ন টাওয়ারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনটির কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ।


আব্দুল হান্নান মাসউদ বলেন, সরকার আমাদের 'প্রোক্লেমেশন অব জুলাই' কর্মসূচিতে সম্মতি দিয়েছে। আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিপ্লবী ছাত্র-জনতা সিদ্ধান্ত নিয়েছি, আমরা শহীদ মিনারে অবশ্যই একত্রিত হব। সরকারের পক্ষ থেকে ঘোষণাপত্র আসবে। কিন্তু তাই বলে আমাদের একত্রিত হওয়া বন্ধ হয়ে যাবে না।


ঘোষণাপত্র নিয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্র হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমরা প্রোক্লেমেশন যাতে করতে না পারি সেটি নিয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্র হয়েছে। সেই ষড়যন্ত্রে পেরেক মেরে দিয়েছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার। আমাদের এই প্রোক্লেমেশনকে গ্রহণ করেছে। তারা বলেছে সরকারের জায়গা থেকে তারা প্রোক্লেমেশন দিবে। কিন্তু আমরা আগামীকাল সারাদেশের মানুষ রাজপথে নেমে এসে এই প্রোক্লেমেশনের পক্ষে শক্তি প্রদর্শিত করব।


আরও পড়ুন: জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরি করবে সরকার: প্রেস সচিব


হান্নান মাসউদ বলেন, ৫ আগস্ট এই ঢাকা শহরের প্রতিটি বাড়ি-ঘর থেকে মানুষ নেমে এসে এই দেশের গণ অভ্যুত্থানের পক্ষে শপথ নিয়েছিল। ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে মানুষ রাজপথে নেমে এসেছিল। আগামীকাল সেই গণ অভ্যুত্থানের অংশীদারিত্বের জায়গা থেকে যত মানুষ রাজপথে নেমে এসে শেখ হাসিনার বিরুদ্ধে স্লোগান ধরেছিল, আগামীকাল ঢাকা শহরের প্রতিটি মানুষ আমাদের শহীদ ভাইদের রক্তে অর্জিত গণ অভ্যুত্থানের প্রোক্লেমেশনের পক্ষে আবার রাস্তায় নেমে আসবে। আমরা আগামীকাল ঢাকা শহরে ৫ আগস্টের মতো আরেকটা গণ জোয়ার দেখতে পাব।


তিনি বলেন, এখান থেকে আমরা অন্তর্বর্তীকালীন সরকার প্রোক্লেমেশনের পক্ষে যে অবস্থান নিয়েছে সেই অবস্থানকে সমর্থন জানাব। সারা দেশের মানুষ সমর্থন জানাবে যাতে ভবিষ্যতে কেউ ষড়যন্ত্র করে প্রোক্লেমেশনের পথ রুদ্ধ করে দিতে না পারে। আমাদের ৭১-এর প্রোক্লেমেশন ছিল, ২৪-এর প্রোক্লেমেশনও হবে। এটি সরকারের পক্ষ থেকে হবে কিন্তু এ দেশের সাধারণ মানুষ আগামীকাল সেটির পক্ষে সমর্থন জানিয়ে দিবে।

]]>
সম্পূর্ণ পড়ুন