৪৯২ রানের ম্যাচে অভিষেক ঝড়ে উড়ে গেল পাঞ্জাব

১ সপ্তাহে আগে
একের পর এক ম্যাচ হেরে তলানিতে চলে গিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। গত মৌসুমে 'ট্রাভিষেক' জুটি প্রতিপক্ষকে চিরে চ্যাপ্টা করে হায়দরাবাদকে ফাইনালে তুলেছিল। কিন্তু এবার জমে উঠছিল না এই জুটি। ট্রাভিস হেড কিছুটা রান পেলেও একদম নিষ্প্রভ ছিলেন অভিষেক শর্মা। অবশেষে স্বরূপে হাজির অভিষেক। পাঞ্জাব কিংসের দেয়া বিশাল রান তাড়া করতে নেমে ট্রাভিষেক জুটি চালালেন তাণ্ডব। হেডকে পার্শ্বচরিত্র বানিয়ে আইপিএল ইতিহাসের অন্যতম সেরা ইনিংসে অভিষেক হায়দরাবাদকে এনে দিলেন অবিশ্বাস্য এক জয়।

শনিবার (১২ এপ্রিল) হায়দরাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে পাঞ্জাব কিংসকে ৮ উইকেট ও ৯ বল হাতে রেখে হারিয়েছে স্বাগতিক সানরাইজার্স হায়দরাবাদ।


এদিন টস জিতে আগে ব্যাট করা পাঞ্জাব কিংস নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৪৫ রানের বিশাল সংগ্রহ পায়। বড় লক্ষ্য তাড়া করতে নেমে অভিষেক শর্মার দুর্দান্ত সেঞ্চুরি ও ট্রাভিস হেডের অর্ধশতকে ভর করে মাত্র ২ উইকেট হারিয়েই ১৮.৩ ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় হায়দরাবাদ। ৪৯২ রানের ম্যাচে শেষ হাসি হায়দরাবাদের। আইপিএল ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয় পেয়েছে স্বাগতিকরা। 


এদিন ২৪৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৭৪ বলে ১৭১ রানের জুটি গড়ে ম্যাচ হায়দরাবাদের হাতের মুঠোয় এনে দেন অভিষেক শর্মা-ট্রাভিস হেড জুটি। হেডকে বিদায় করে এই জুটি ভাঙেন যুঝবেন্দ্র চাহল।


আরও পড়ুন: লখনৌ জিতলেও পন্তের ব্যর্থতা চলছেই


আউট হওয়ার আগে ৩৭ বলে ৯ চার ও ৩ ছয়ে ৬৬ রান করেন হেড। তখন জয়ের জন্য হায়দরাবাদের দরকার ৪৬ বলে ৭৫ রান। কিন্তু এই রান তুলতে কোনো বেগ পেতেই হয়নি স্বাগতিকদের।


আগের ম্যাচগুলোয় রান না পাওয়া অভিষেক আজ রুদ্রমূর্তিতে হাজির হয়েছিলেন। হেডের চেয়েও বেশি খুনে মেজাজে ছিলেন তিনি। মাত্র ৪০ বলে ১১ চার ও ৬ ছক্কায় সেঞ্চুরি পূর্ণ করেন অভিষেক। সেঞ্চুরি পূর্ণ করেই পকেট থেকে একটি চিরকুট বের করেন। যেখানে লেখা–এটা অরেঞ্জ আর্মির জন্য।


অভিষেকের সঙ্গে ধংসযজ্ঞে যোগ দেন হেনরিখ ক্লাসেনও। এই জুটি ২৪ বলে যোগ করেন ৫১ রান। অভিষেককে ফিরিয়ে এই জুটি ভাঙেন আর্শদীপ সিং। তার আগেই অবশ্য আইপিএলে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ রানের ইনিংস খেলে ফেলেছেন অভিষেক।


আউট হওয়ার আগে মাত্র ৫৫ বলে ১৪ চার ও ১০ ছয়ে ১৪১ রান করেন অভিষেক। ততক্ষণে অবশ্য হায়দরাবাদের জয়ের আনুষ্ঠানিকতাই বাকি। ইশান কিষানকে নিয়ে বাকি কাজটুকু সারেন ক্লাসেন। ১৪ বলে ২ চার ও ১ ছয়ে ২১ রানে অপরাজিত থাকেন ক্লাসেন। ৬ বলে ৯ রান করে সঙ্গ দেন ইশান।


আর্শদীপ ৪ ওভারে মাত্র ৩৭ রান দিয়ে ১ উইকেট শিকার করেন। অন্য উইকেটটি শিকার করতে ৫৬ রান খরচ করেন চাহল।  


আরও পড়ুন: ‘দেখুন কে ফিরেছে’–মাঠে ফেরা তামিমকে নিয়ে নাফীসের পোস্ট


এর আগে টস জিতে ব্যাট করতে নামা পাঞ্জাবকে বড় সংগ্রহ এনে দেন অধিনায়ক শ্রেয়াস আইয়ার। মাত্র ৩৬ বলে ৬টি করে চার-ছক্কায় ৮২ রান করেন পাঞ্জাব অধিনায়ক। এছাড়া দুই ওপেনার প্রভসিমরান সিং ৩৬ বলে ৪২ এবং প্রিয়ানশ আরিয়া ১৩ বলে ৩৬ রান করেন। নেহাল ওয়াধিরা ২২ বলে ২৭ রান করে অবদান রাখেন।


তবে পাঞ্জাব বড় সংগ্রহ পায় শেষ দিকে মার্কাস স্টয়নিসের ঝড়ো ব্যাটিংয়ে। মাত্র ১১ বলে ১ চার ও ৪ ছক্কায় ৩৪ রান করে অপরাজিত থাকেন এই অজি তারকা।


পাঞ্জাবের পক্ষে হার্শাল প্যাটেল ৪ ওভারে ৪২ রান দিয়ে ৪ উইকেট উইকেট শিকার করেন। ইশান মালিঙ্গা ৪৫ রান দিয়ে বাকি ২ উইকেট শিকার করেন। 

]]>
সম্পূর্ণ পড়ুন