রোববার (২০ এপ্রিল) সকালে উপজেলার আব্দুলপুর গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মাজেদুল একই এলাকার ইয়ার আলী আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাজেদুল একাধিক জনের থেকে ঋণ নিয়ে জুয়া খেলতেন। এ নিয়ে তার পারিবারিক কলহ চলে আসছিল। ঋণের বোঝা ও পাওনাদারদের চাপ সইতে না পেরে সে আত্মহত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন: সিলিং ফ্যানে ঝুলছিল জনতা ব্যাংক কর্মকর্তার মরদেহ
এ বিষয়ে লালপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোমিনুজ্জামান বলেন, মরদেহের পাশে একটি বিষের বোতল পাওয়া গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।
]]>