৪৮তম বিশেষ বিসিএস: প্রিলি পরীক্ষায় উত্তীর্ণ সবাইকে নিয়োগের দাবি

২ সপ্তাহ আগে
৪৮তম বিশেষ বিসিএসের নৈর্ব্যক্তিক পরীক্ষায় (প্রিলিমিনারি) উত্তীর্ণ চার হাজার ৬৯৫ জনকে নিয়োগের দাবি জানিয়েছেন চিকিৎসকরা।

বুধবার (২৭ আগস্ট) সকালে জাতীয় প্রেস ক্লাবের আকরাম খাঁ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘৪৮তম বিশেষ বিসিএস চূড়ান্ত ফলপ্রত্যাশী চিকিৎসক ফোরাম’ নামক এক সংগঠনের ব্যানারে এই দাবি জানান তারা।


সংগঠনের আহ্বায়ক ডা. গোলাম সামদানী বলেন, চিকিৎসক সংকট নিরসনে ৪৮তম বিশেষ বিসিএসের নৈর্ব্যক্তিক পরীক্ষায় উত্তীর্ণ চার হাজার ৬৯৫ জনকে নিয়োগ দেয়া জরুরি। কারণ হিসেবে তিনি আরও উল্লেখ করেন বিসিএসের (৪৫, ৪৬, ৪৭তম) চূড়ান্ত ফল প্রকাশের পর অনেক প্রার্থী পদত্যাগ করলে এই পদগুলো ফের শূন্য হয়ে পড়বে। ফলে দীর্ঘদিন ধরেই চলা চিকিৎসক সংকট নিরসন সম্ভব হবে না। মাধ্যমে পূর্বঘোষিত সংখ্যার বাইরে আরও দুই হাজার চিকিৎসক নিয়োগ দেয়া জরুরি।


আরও পড়ুন: ৪৮তম বিশেষ বিসিএসের মৌখিক পরীক্ষার বিজ্ঞপ্তিতে সংশোধনী দিল পিএসসি


তিনি আরও বলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ও স্বাস্থ্য সংস্কার কমিশনের তথ্য অনুযায়ী, সারাদেশে বর্তমানে প্রায় ১২ হাজার ৯৮০টি চিকিৎসক পদ শূন্য রয়েছে। এসব শূন্যপদে দ্রুত নিয়োগ না দেয়া হলে তৃণমূলের স্বাস্থ্যসেবা কার্যক্রম আরও দুর্বল হয়ে পড়বে।


চিকিৎসক ফোরামের পক্ষ থেকে আরও বলা হয়, অতীতেও ৩৯ ও ৪২তম বিশেষ বিসিএসে পূর্বনির্ধারিত সংখ্যার অতিরিক্ত প্রায় দুই হাজার চিকিৎসক নিয়োগ দেয়া হয়েছিল। ফলে এবারও সেই ধারা অনুসরণ করে অতিরিক্ত নিয়োগের মাধ্যমে তৃণমূলে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব হবে।

]]>
সম্পূর্ণ পড়ুন