মঙ্গলবার (৩১ ডিসেম্বর) গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় আল রাজী কমপ্লেক্সে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে এ দাবি জানান তিনি।
রাশেদ খাঁন বলেন, যাদের নামে মামলা নেই। কোনো সুনির্দিষ্ট অভিযোগ নেই। তাদের গ্যাজেটভুক্ত না করলে আমরা আন্দোলনে যাব।
আরও পড়ুন: ৪৩তম বিসিএসের রিগেজেটে বাদ পড়লেন ১৬৮ জন
উল্লেখ্য, প্রকাশিত ৪৩তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) নিয়োগের গেজেট বাতিল করে নতুন গেজেট প্রকাশ করেছে সরকার। সেখানে বিভিন্ন ক্যাডার থেকে বাদ দেয়া হয়েছে ১৬৮ জন প্রার্থীকে।
সোমবার (৩০ ডিসেম্বর) প্রকাশিত এই নতুন গেজেট অনুযায়ী, পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) সুপারিশপ্রাপ্ত এক হাজার ৮৯৬ জন প্রার্থী বিভিন্ন ক্যাডারের প্রাথমিক পদে নিয়োগ পেয়েছেন।
নিয়োগপ্রাপ্তদের ১৫ জানুয়ারির মধ্যে নির্ধারিত মন্ত্রণালয়ের অধীনে অফিসে যোগদানের নির্দেশ দেয়া হয়েছে। এতে বলা হয়েছে, যদি তারা নির্ধারিত তারিখে যোগ না দেন, তবে ধরে নেয়া হবে যে তারা চাকরিতে যোগ দিচ্ছেন না এবং তাদের নিয়োগপত্র বাতিল বলে গণ্য করা হবে।