স্বল্প আয়ের মানুষের মূল্য সহায়তা দিতে সারাদেশে খোলা বাজারে খাদ্য শস্য বিক্রি (ওএমএস) কার্যক্রম চলমান রেখেছে খাদ্য মন্ত্রণালয়।
সিটি করপোরেশন, জেলা সদর, পৌরসভা ও শ্রমঘন এলাকার ১ হাজার ৫৭টি কেন্দ্রে ওএমএস কার্যক্রমে চাল ও আটা বিক্রি হচ্ছে।
আরও পড়ুন: ফেব্রুয়ারি থেকে মিলবে বিশেষ ওএমএসের চাল, কেজি কত?
চালের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে জেলা সদর ব্যতীত অন্য ৪০১টি উপজেলায় প্রতি কার্যদিবসে ৩ মেট্রিক টন চালের স্থলে এখন থেকে ৪ মেট্রিক টন চাল করার উদ্যোগ নিয়েছে খাদ্য মন্ত্রণালয়। প্রতি কেজি চাল ৩০ টাকা দরে বিক্রির ব্যবস্থা নেয়া হয়েছে।
পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের ৩ জেলার ২৩টি উপজেলায় প্রতি কার্যদিবসে ১ মেট্রিক টন করে চাল বিক্রি করা হচ্ছে। সারাদেশে ১ হাজার ৯০৩টি কেন্দ্রে ট্রাক এবং দোকানের মাধ্যমে ওএমএস কার্যক্রমে প্রতি কার্যদিবসে প্রতি কেজি চাল ৩০ টাকা দরে এবং প্রতি কেজি আটা ২৪ টাকা দরে ও দুই কেজির আটার প্যাকেট ৫৫ টাকা দরে ভর্তুকি মূল্যে বিক্রি করা হচ্ছে।