চিন্নাস্বামী স্টেডিয়ামে শুক্রবার (১৮ এপ্রিল) পাঞ্জাব কিংসের বিপক্ষে ৫ উইকেটের ব্যবধানে হেরেছে কোহলিরা। তাতে ঘরের মাঠে হারের হ্যাটট্রিক করলো তারা। হোম ভেন্যুতে আগের দুই ম্যাচে গুজরাট টাইটান্সের বিপক্ষে ৮ আর দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে হেরেছিল ৬ উইকেটের ব্যবধানে। অথচ প্রতিপক্ষের মাঠে খেলা চার ম্যাচের সবকটি জিতেছে তারা।
বৃষ্টি বৃঘ্নিত ম্যাচে শুক্রবার পাঞ্জাবের বিপক্ষে ১৪ ওভারের খেলা হয়েছে। টস হেরে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় বেঙ্গালুরু। তবে ব্যাটারদের ব্যর্থতায় এদিন স্কোরকার্ডে পর্যাপ্ত পুঁজি তুলতে ব্যর্থ হয় তারা। ৯ উইকেট হারিয়ে ৯৫ রান করে দল। এর মধ্যে ২৬ বল মোকাবিলায় ৫ চার ও ৩ ছক্কায় একাই ৫০ রান করে অপরাজিত থাকেন টিম ডেভিড।
এছাড়া ১৮ বলে ২৩ রান করেন রজত পাতিদার। বাকিদের কেউই দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেনি। পাঞ্জাবের হয়ে দারুণ বোলিংয়ে ২টি করে উইকেট তুলে নেন আর্শদীপ সিং, মার্কো ইয়ানসেন, যুজবেন্দ্র চাহাল ও হার্পিত ব্রার।
আরও পড়ুন: ‘বেবি এবি’ খ্যাত ব্রেভিসকে দলে ভেড়ালো চেন্নাই
জবাব দিতে নেমে চাপে পড়েছিল পাঞ্জাবও। তবে নেহাল ওয়াদেরা দলকে বিপদে পড়তে দেননি। ১৯ বলে সমান ৩ ছক্কা ও চারের মারে ৩৩ রানে অপরাজিত থেকে দলকে বন্দরে পৌঁছে দেন তিনি। ১১ বল হাতে রেখে ৫ উইকেটের জয় পায় পাঞ্জাব। বেঙ্গালুরুর হয়ে ১৪ রান খরচায় সর্বোচ্চ ৩ উইকেট নেন জশ হ্যাজেলউড। ২৬ রান খরচায় বাকি ২ উইকেট নেন ভুবনেশ্বর কুমার।
এ জয়ে ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠে আসলো পাঞ্জাব কিংস। সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে চারে নেমে গেছে বেঙ্গালুরু।
আরও পড়ুন: ট্রাভিস হেডের করা বিজ্ঞাপন ঘিরে মামলা করলো বেঙ্গালুরু
৬ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে দিল্লি ক্যাপিটালস। সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে গুজরাট টাইটান্স। ৭ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে পাঁচে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। সমান ম্যাচে ৬ পয়েন্ট করে নিয়ে ছয়ে কলকাতা নাইট রাইডার্স আর সাতে মুম্বাই ইন্ডিয়ান্স। সমান ৪ পয়েন্ট নিয়ে আটে রাজস্থান রয়্যালস, নয়ে সানরাইজার্স হায়দরাবাদ আর তলানিতে চেন্নাই সুপার কিংস।