৩০০তম আসনে বিএনপির প্রার্থী হলেন কে?

৩ সপ্তাহ আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের ৩০০তম আসন বান্দরবান পার্বত্য জেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে প্রার্থী হিসেবে সাচিং প্রু জেরীর নাম ঘোষণা করা হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সম্ভাব্য চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭টি আসনে প্রাথমিক প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। প্রার্থী ঘোষণার আগে দুপুর সাড়ে ১২টায় জরুরি বৈঠকে বসেন বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্যরা। প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী চলা বৈঠকে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত ও চলমান রাজনৈতিক পরিস্থিতিতে করণীয় ঠিক করতে এ বৈঠক হয়।

 

আরও পড়ুন: তারেক রহমানসহ প্রথমবার যাদের হাতে উঠবে ধানের শীষ

 

ঘোষিত সম্ভাব্য চূড়ান্ত প্রার্থী তালিকায় জাতীয় সংসদের সর্বশেষ বান্দরবান ৩০০ নং আসনে সাচিং প্রু জেরীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। দীর্ঘদিনের রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য সাচিং প্রু জেরী বর্তমানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং বান্দরবান জেলা বিএনপির আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

জনপ্রতিনিধিত্বের জীবনের সূচনায় তিনি প্রথমে ১৯৮৫ সালে বান্দরবান সদর উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। পরবর্তীতে ১৯৮৯ সালে বান্দরবান স্থানীয় সরকার পরিষদের প্রথম নির্বাচিত চেয়ারম্যান ছিলেন এবং ১৯৯৬ সালের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৮ সালেও বান্দরবান ৩০০ নং আসনে বিএনপির প্রার্থী ছিলেন।

 

সাচিং প্রু জেরীর প্রার্থিতা ঘোষণার পরপরই বান্দরবান জেলাজুড়ে বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে আনন্দ উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। স্থানীয় বিএনপি নেতারা জানান, এই ঘোষণার মাধ্যমে দলের ভেতর নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে এবং আসন্ন নির্বাচনে বিজয়ের আশা বেড়ে গেছে।

 

উল্লেখ্য, আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই লক্ষ্যে জোর প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করার কথা রয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন