শিরোপা জয়ের জন্য দক্ষিণ অস্ট্রেলিয়াকে ২৭০ রানের লক্ষ্য দেয় কুইন্সল্যান্ড। যা শেফিল্ড শিল্ডের ইতিহাসের সর্বোচ্চ টার্গেট। তবে এই রেকর্ড লক্ষ্য তাড়া করেই শিরোপা জিতল দক্ষিণ অস্ট্রেলিয়া। দক্ষিণ অস্ট্রেলিয়ার জয়ের নায়ক জেসন সাঙ্ঘা ও অ্যালেক্স ক্যারি। এই দুইজনের শতকে জয় পায় দক্ষিণ অস্ট্রেলিয়া।
ক্যারি ১০৫ রান করে আউট হলেও, অপরাজিত ১২৬ রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন সাঙ্ঘা। তবে ফাইনালের আসল নায়ক অবশ্য ব্রেন্ডন ডগেট। দুই ইনিংস মিলিয়ে ১৪০ রানে ১১ উইকেট নেন ৩০ বছর বয়সি এই দক্ষিণ অস্ট্রেলিয়ার পেসার।
আরও পড়ুন: পিএসএলে রিশাদদের কোচ রাসেল ডমিঙ্গো
শেফিল্ড শিল্ডের ফাইনালে সেরা বোলিংও এটি। ২০০১-০২ মৌসুমে তাসমানিয়ার হয়ে কুইন্সল্যান্ডের বিপক্ষে হেরে যাওয়া ম্যাচে শেন জার্গেনসেনের ১৭২ রানে ১১ উইকেট ছিল আগের সেরা বোলিং।
যদিও শিরোপা জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই বড় বিপদে পড়েছিল দক্ষিণ অস্ট্রেলিয়া। ২৮ রানের মাথায় ৩ উইকেট হারিয়ে বসে তারা। তবে এরপর দলের হাল ধরেন সাঙ্ঘা ও ক্যারি। তাদের গড়া ২০২ রানের জুটি দক্ষিণ অস্ট্রেলিয়ার জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শেফিল্ড শিল্ডের ২০১৬ ও ২০১৭ সালের ফাইনালে দক্ষিণ অস্ট্রেলিয়ার হেরে যাওয়া দলে ছিলেন ক্যারি। এবার শিরোপার আক্ষেপ ঘুচল তার।
সংক্ষিপ্ত স্কোর
কুইন্সল্যান্ড- ৯৫ এবং ৪৪৫
দক্ষিণ অস্ট্রেলিয়া- ২৭১ এবং ২৭০/৬ (ক্যারি- ১০৫, জেসন সাঙ্ঘা- ১২৬*, ম্যাকসুইনি- ১৪; মার্ক স্টেকিটি- ৪০/৩)