গত ১৮ এপ্রিল ইনস্টাগ্রামে সবুজ রংয়ের মোনোকিনি পরা দুটি ছবি আপলোড করেন অভিনেত্রী। ছবিতে মাথায় টুপি আর চোখে রোদচশমা পরা আমিশা। ক্যাপশনে লেখেন, রোদে আমার সময়।
দুবাইয়ে সময় কাটানো এ ছবি পোস্ট করার পরই নেটিজেনদের চোখ আটকে যায় অভিনেত্রীর পেটের ফোলা অংশে। অনেকেই মন্তব্যের ঘরে লেখেন, অন্তঃসত্ত্বা।
আরও পড়ুন: তারার ছোঁয়ায় বদলে গেলেন বাদশা!
ভারতীয় সংবাদমাধ্যম রিপাবলিক ওয়ার্ল্ড’র প্রতিবেদন থেকে জানা যায়, গুঞ্জন ছড়িয়ে পড়তেই রোববার (২০ এপ্রিল) ইনস্ট্রাগ্রামে রহস্যময় একটি স্ট্যাটাস শেয়ার করেন আমিশা।
লেখেন,
সবাই কেন চিনির বিরুদ্ধে? যখন কিছু ভুল হয়েছিল এবং আপনি দুঃখ পেয়েছিলেন তখন কে আপনার পাশে দাঁড়িয়েছিল? এটা নিশ্চিতভাবে লেটুস ছিল না?
আরও পড়ুন: ঢাকায় নেই পরীমণি, কোথায় আছেন?
অভিনেত্রীর এমন পোস্টের পর অনেকেই বলছেন, আমিশা প্রেমের সম্পর্কে জড়িয়েছেন গায়ক নিরভানা বিরলার সঙ্গে।

যদিও অতীতে এক সাক্ষাৎকারে এ গায়ক দাবি করেন, আমিশা ও তার মধ্যে কোনো প্রেমের সম্পর্ক নেই। পারিবারিকভাবে তারা খুব ভালো বন্ধু।
]]>