বুধবার (২৬ মার্চ) সকালে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল এই তথ্য নিশ্চিত করেছেন।
মহাসড়কের সংশ্লিষ্টরা বলেন, আসন্ন ঈদযাত্রাকে কেন্দ্র করে বুধবার মহাসড়কের যানবাহনের চাপ বেড়েছে। বিশেষ করে মহাসড়কের এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত সকাল থেকে যানবাহনের তীব্র চাপ ছিল।
আরও পড়ুন: চট্টগ্রামের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল কত?
এ বিষয়ে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল বলেন, সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ২৯ হাজার ২৩৩টি যানবাহন পারাপার হয়েছে।
আরও পড়ুন: যমুনা সেতু: ঠিকাদারি প্রতিষ্ঠান পরিবর্তনে সাশ্রয় ১৫ কোটি টাকা!
এর মধ্যে উত্তরবঙ্গগামী ১৫ হাজার ৩৫৪টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে এক কোটি ২৭ লাখ ৭৯ হাজার ১০০ টাকা। অপরদিকে ঢাকাগামী ১৩ হাজার ৮৭৯টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীত টোল আদায় হয়েছে এক কোটি ২৯ লাখ ৩২ হাজার ৪৫০ টাকা।
তিনি বলেন, ঈদযাত্রায় যমুনা সেতুর দুপাশে ৯টি করে মোট ১৮ বুথ দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। এর মধ্যে দুপাশেই মোটরসাইকেলের জন্য দুটি করে বুথ রয়েছে।