২৩ কোটি ৭৫ লাখ রুপি দামের ভেঙ্কাটেশ করছেন পিএইচডি ডিগ্রি

৩ সপ্তাহ আগে
২০ লাখ থেকে ২৩ কোটি ৭৫ লাখ রুপি। খুব বেশি আগের কথা নয়। ২০২১ সালে ২০ লাখ রুপি দিয়ে ভেঙ্কাটেশ আইয়ারকে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। প্রায় তিন বছরের ব্যবধানে তার দাম বাড়ল ৭০ গুণ। ২০২৫ সালের আসরকে সামনে রেখে তাকে ২৩ কোটি ৭৫ লাখ রুপিতে দলে ভিড়িয়েছে কলকাতা।

আইপিএল ইতিহাসে ভেঙ্কাটেশ আইয়ার চতুর্থ সর্বোচ্চ দামি। ২৭ কোটি রুপি দাম নিয়ে সবার উপরে রিশভ পন্ত। ২৬ কোটি ৭৫ লাখ রুপিতে দুইয়ে শ্রেয়াস আইয়ার। গত মৌসুমে মিচেল স্টার্ককে কিনতে ২৪ কোটি ৭৫ রুপি লাখ খরচ করেছিল কলকাতা। এত দাম যার, সেই ভেঙ্কাটেশের ধ্যানজ্ঞান শুধু ক্রিকেটেই নয়। পড়াশোনাতেও মনযোগ তার।


এমবিএ ডিগ্রিধারী ভেঙ্কাটেশ ফিনান্সে পিএইচডি করছেন। তিনি জানিয়েছেন পরের বার যখন কেউ তার সঙ্গে কথা বলবেন তখন তাকে ডক্টর বেঙ্কটেশ আইয়ার বলে সম্বোধন করতে হবে। ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি মধ্যবিত্ত পরিবার থেকে এসেছি। এমন পরিস্থিতিতে পরিবারকে বোঝানো সহজ ছিল না যে আমি শুধু ক্রিকেট খেলব। আমি পড়াশোনায় ভালো ছিলাম এবং আমার বাবা-মা চেয়েছিলেন আমি ক্রিকেটেও ভালো করি।’


আরও পড়ুন: ক্রিকেট থেকে পৃথ্বীর দূরে সরে যেতে থাকার কারণ জানালেন শৈশবের কোচ


অন্যদের পড়াশোনার খোঁজ-খবরও ভেঙ্কাটেশ নেন। যখনই মধ্যপ্রদেশের (আইয়ারের হোম টিম) ড্রেসিংরুমে কোনো নতুন খেলোয়াড় আসে, তখনই তিনি তাকে জিজ্ঞাসা করেন, পড়াশোনা করছে নাকি। শিক্ষার গুরুত্ব ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, ‘যতদিন আমরা বেঁচে থাকি, ততদিন পড়াশোনা আমাদের সঙ্গে থাকে। আমরা ৬০ বছর বয়স পর্যন্ত খেলতে পারি না। আপনাকে বুঝতে হবে ক্রিকেট অল্প সময়ের জন্য। এরপর জীবনে কিছু করতে হলে শিক্ষা দরকার। পড়ালেখার কারণে ক্রিকেট থেকে কিছুটা ছুটি নিই। আমি সব সময় খেলাধুলা নিয়ে ভাবতে চাই না। এতে চাপ বাড়ে।’


আইয়ার বলেন, ‘যদি আমি একই সঙ্গে দুটি কাজ করতে পারি, আমি তা করব। পড়াশোনা আমাকে মাঠে আরও ভালো সিদ্ধান্ত নিতে সাহায্য করে। আমি চাই ক্রিকেটাররা শুধু ক্রিকেট জ্ঞানই নয়, সাধারণ জ্ঞানও শিখুক। আপনি যদি স্নাতক বা স্নাতকোত্তর সম্পন্ন করতে পারেন তবে আপনার অবশ্যই এটি করা উচিত।’

]]>
সম্পূর্ণ পড়ুন