চলতি বছরের ১ জানুয়ারি রাশিয়া ও ইউক্রেনের মধ্যে পাঁচ বছরের গ্যাস সরবরাহ চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ২০২৩ সালের অক্টোবরের পর চলতি বছরে ইউরোপের বাজারে গ্যাসের দাম সর্বোচ্চে পৌঁছেছে। এতে ইউরোপের সকল দেশই কম-বেশি ক্ষতির মুখে পড়বে বলে ধারণা করা হচ্ছে। তবে সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়বে স্লোভাকিয়া এবং তার পাশের দেশ পোল্যান্ড।
বুধবার (১ জানুয়ারি) স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো জানান, সম্প্রতি উচ্চমূল্যে গ্যাস ও বিদ্যুৎ কিনে মাশুল গুনতে হচ্ছে তার দেশের নাগরিকদের। তিনি ইইউ জোটের বড় দেশগুলোর সমালোচনা করে দাবি করেন, তারা ছোট দেশগুলোকে প্রাধান্য না দিয়ে; নিজেদের স্বার্থে শুধু ভূ-রাজনৈতিক লক্ষ্যকেই গুরুত্ব দিচ্ছে।
আরও পড়ুন: জানুয়ারিতেও অপরিবর্তিত এলপি গ্যাসের দাম
এদিকে গ্যাস চুক্তি নবায়ন না করায় স্লোভাকিয়ার কাছে চরম মূল্য দিতে হতে পারে ইউক্রেনকে। কারণ তারা ইউক্রেনে বিদ্যুৎ সরবরাহ না করার ব্যাপারে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছে। সেই সঙ্গে তাদের দেশে থাকা ইউক্রেনিয়ান নাগরিকদের সাহায্য না করার কথাও বলেছেন। যে ঘোষণাগুলো আসতে পারে আগামী মঙ্গলবার (৭ জানুয়ারি)।
অন্যদিকে পোল্যান্ড বলেছে, ইউক্রেনের বিদ্যুৎ সংকটে ঢাল হয়ে দাঁড়াতে চায় তারা। যদিও এতে তাদের নিজেদেরই ক্ষতির আশঙ্কা রয়েছে।
সাম্প্রতিক সমস্যা সমাধানে বিকল্প হিসেবে নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইন পুনরায় চালু করতে পরামর্শ দিয়েছেন জার্মান বামপন্থি সেভিম ডাগডেলেন। এই তাগিদ দিয়েছেন জার্মান আইনপ্রণেতারাও।
সূত্র- ইউরোনিউজ
]]>