সাত অঙ্গরাজ্যে জরুরি অবস্থা, দেড় হাজার ফ্লাইট বাতিল

১ দিন আগে
ভয়াবহ তুষারঝড়ের কবলে ভার্জিনিয়াসহ যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চল। তুষারঝড়ের কারণে দেড় হাজারের বেশি ফ্লাইট বাতিল হয়েছে। সাতটি অঙ্গরাজ্যে জারি করা হয়েছে জরুরি অবস্থা।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, তুষারপাত, বৃষ্টি ও শীতকালীন ঝড়ের কবলে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের বাসিন্দাদের জনজীবন। দেশটির মধ্যাঞ্চলে রোববার শক্তিশালী শীতকালীন ঝড় আঘাত হেনেছে। এতে হুমকির মুখে পড়েছে বেশ কয়েকটি অঞ্চলের কোটি কোটি বাসিন্দার জীবন। কয়েক ইঞ্চি পুরু তুষারপাত হয়েছে নেব্রাস্কা, মিসৌরি, পেনসিলভেনিয়া, ভার্জিনিয়া ও ইলিনয়সহ বেশ কয়েকটি অঙ্গরাজ্যে।

 

বিবিসি বলেছে, নিউ জার্সির গভর্নর ফিল মারফি অঙ্গরাজ্যটির কয়েকটি কাউন্টিতে জরুরি অবস্থা জারি করেছেন। এর আগে কানসাস, মিজৌরি, কেন্টাকি, ভার্জিনিয়া, ওয়েস্ট ভার্জিনিয়া ও আরকানসাসে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

 

কয়েকটি অঙ্গরাজ্যের স্কুল ও সরকারি অফিস বন্ধ করে দেয়া হয়েছে। তুষারঝড়টি আর্কটিক থেকে এখন যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলের দিকে এগিয়ে যাচ্ছে।

 

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে ধেয়ে আসছে বড় শীতকালীন ঝড়, ‘উচ্চ সতর্কতা’

 

ঝড়ে ক্ষয়ক্ষতি এড়াতে বন্ধ রাখা হয়েছে অঞ্চলগুলোর প্রধান সড়ক। এছাড়া বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে কয়েকটি এলাকায়। শনিবার দেশটির জাতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, এবার তুষারপাত ৩৮ সেন্টিমিটারে পৌঁছাতে পারে, যা গত এক দশকের মধ্যে সবচেয়ে ভারি তুষারপাতের ঘটনা।

 

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিসের (এনডব্লিউএস) বরাত দিয়ে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে, ঝড়টি যুক্তরাষ্ট্রের মাঝামাঝি থেকে শুরু হয়েছে এবং আগামী কয়েক দিনের মধ্যে পূর্ব দিকে সরে যাবে।

 

আরও পড়ুন: তীব্র তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাজ্য, বহু ফ্লাইট বাতিল

 

পূর্বাভাস অনুযায়ী, সোমবার (৬ জানুয়ারি) পর্যন্ত যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলের অর্ধেক এলাকাকে আর্কটিক বাতাসের গভীর বরফের মধ্যে নিমজ্জিত করবে বিশাল এই ঝড়। যার গতিপথের মধ্যে রয়েছেন ৬ কোটিরও বেশি মানুষ।

 

কেন্দ্রীয় সমভূমি থেকে মধ্য-আটলান্টিক পর্যন্ত অঙ্গরাজ্যগুলোতে বরফ, তুষার এবং ঝড়-বৃষ্টির সতর্কবার্তা দিয়েছে এনডব্লিউএস।

 

একটি ট্র্যাকিং ওয়েবসাইটের উদ্ধৃতি দিয়ে বিবিসি জানিয়েছে, ঝড়ের প্রভাবে এরইমধ্যে যুক্তরাষ্ট্রে ২ হাজারেরও বেশি ফ্লাইট বিলম্বিত হয়েছে এবং অন্তত দেড় হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন