২০৩২ অলিম্পিকের পর ভেঙে ফেলা হবে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক স্টেডিয়াম

১ সপ্তাহে আগে
শুধু অস্ট্রেলিয়ায়-ই নয়, ক্রিকেট বিশ্বের অন্যতম আইকনিক ব্রিসবেন স্টেডিয়াম ভেঙে ফেলা হবে ২০৩২ অলিম্পিকের পর। তার পরিবর্তে ব্রিসবেনের ভিক্টোরিয়া পার্ক এলাকায় ৬৩ হাজার ধারণক্ষমতার নতুন স্টেডিয়াম নির্মাণের কথা জানিয়েছে কুইন্সল্যান্ড সরকার।

ব্রিসবেন স্টেডিয়াম, যেটি গ্যাবা নামে পরিচিত। ১৯৩১ সাল থেকে এই ঐতিহাসিক স্টেডিয়ামটিতে ৬৯টি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে দুটি টেস্ট ছিল নারীদের। এ মাঠে নিজেদের আধিপত্যের জন্যই এর নাম হয়ে উঠেছিল গ্যাবা। ১৯৮৮ থেকে ২০২১; ৩৩ বছর ধরে এ স্টেডিয়ামে কোনো টেস্ট হারেনি অস্ট্রেলিয়া।

 

ধারণা করা হচ্ছে আগামী অ্যাশেজে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটিই হতে পারে এই ভেন্যুতে শেষ টেস্ট। চার দশকের বেশি সময় ধরেই অ্যাশেজের প্রথম টেস্ট শুরু হয় গ্যাবাতে। তবে এবার সেই রীতি পরিবরতন করে প্রথম টেস্ট আয়োজন করা হচ্ছে পার্থে।

 

কুইন্সল্যান্ড সরকারের সিদ্ধান্তের কারণে কারণে ২০৩২ সালের পর ভেঙে ফেলা হবে এই স্টেডিয়াম। ব্রিসবেনের ভিক্টোরিয়া পার্ক এলাকায় নির্মাণ করা হবে নতুন স্টেডিয়াম। যে মাঠের দর্শক ধারণ ক্ষমতা হবে ৬৩ হাজার। যেখানে থাকবে সুইমিং পুলও। সেখানেই পরবর্তী ঠিকানা হবে ক্রিকেটের। যেখানে একসঙ্গে পুলে নামতে পারবেন ২৫ হাজার জন। কুইন্সল্যান্ড সরকার এরই মধ্যে এই স্টেডিয়ামের কাজ শুরু করে দিয়েছে। কুইন্সল্যান্ডের রাজধানীতে ২০৩২ সালে হবে অলিম্পিক।

 

আরও পড়ুন: ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের কোচ ফিল সিমন্স

 

নতুন স্টেডিয়ামটি এমন আঙ্গিকে বানানো হচ্ছে যাতে করে আরও বড় টুর্নামেন্ট সেখানে আয়োজন সম্ভব হয়।  অলিম্পিকের গেমস ভিলেজও আয়োজন করা হবে ব্রিসবেন স্টেডিয়ামের পাশেই। ২০৩২ ব্রিজবেন অলিম্পিকের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানের পাশাপাশি অ্যাথলেটিক্সও আয়োজন করা হবে নতুন এই স্টেডিয়ামে।

 

গ্যাবা ভেঙে ফেলার বিষয়ে কুইন্সল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী টেরি সভেনসন বলেন, ‘অনেক বছর ধরে গ্যাবা ক্রিকেটের জন্য এক অপরূপ ভেন্যু, এই স্টেডিয়াম খেলোয়াড় এবং সমর্থকদের অসংখ্য স্মৃতি উপহার দিয়েছে। যাই হোক, আমাদের ভবিষ্যতের দিকে তাকাতে হবে।’

 

‘বিশ্বের সেরা আকর্ষণীয় ক্রিকেট ইভেন্ট আয়োজনের জন্য এখন সুযোগটা কুইন্সল্যান্ডের। যেমন আইসিসি ইভেন্ট, নারী এবং পুরুষদের অ্যাশেস সিরিজ, ভারত-অস্ট্রেলিয়ার মধ্যকার বোর্ডার-গাভাস্কার ট্রফি সিরিজ। একই সঙ্গে বিগব্যাশ লিগ (বিবিএল) এবং উইমেন বিগব্যাশ লিগের (ডব্লিউবিবিএল) মতো ইভেন্টগুলো আয়োজনের উদ্দেশে নতুন স্টেডিয়ামটি তৈরি করা হবে।’

 

আরও পড়ুন: মেয়ের জামাইকে বিশ্রামে রাখতে বললেন শহীদ আফ্রিদি

 

গ্যাবা ভেঙে ফেলার আগে অবশ্য এখানে হতে পারে ২০৩২ অলিম্পিক ক্রিকেট ইভেন্টের ফাইনাল। ১২৮ বছর পর ২০২৮ সালের লস অ্যাঞ্জেলস আসর দিয়ে আবার অলিম্পিকে ফিরছে ক্রিকেট।
 

]]>
সম্পূর্ণ পড়ুন