সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, শুক্রবার (৪ এপ্রিল) ইউক্রেনের পূর্বাঞ্চলের ক্রিভি রিহ শহরে রাশিয়ার ব্যালিস্টিক মিসাইল হামলায় বেশ কয়েকজন হতাহত হন বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসন। হামলার পর শহরে আগুন ধরে যায়। একই রাতে, জাপোরিঝিয়া ও খারকিভ অঞ্চলে রাশিয়ার ড্রোন হামলায় আরও এক ব্যক্তি নিহত হন।
রাশিয়ার হামলা রুস্কি তিশকি গ্রামেও ছড়িয়ে পড়ে। তবে ইউক্রেনের বিমান বাহিনী দাবি করেছে, রাশিয়া যে ৩৯টি ড্রোন ছুঁড়েছিল, তার মধ্যে ২৮টি তারা ধ্বংস করেছে। মস্কোর আকাশসীমায় একটি ড্রোন প্রতিহত করার কথা জানিয়েছেন শহরের মেয়র সের্গেই সোব্যানিন।
আরও পড়ুন: পরমাণু চুক্তি না হলে ইরানের সাথে যুদ্ধ প্রায় অনিবার্য: ফরাসি পররাষ্ট্রমন্ত্রী
ক্রিভি রিহ শহরে হামলার ঘটনার যেসব ছবি-ভিডিও সামনে এসেছে, তাতে এক জায়গায় দেখা গেছে, একটি শিশু নিহত হয়ে খেলার মাঠেই পড়ে আছে। আরেকটি ভিডিওতে দেখা গেছে একটি ১০ তলা ভবনের বড় অংশ ধ্বংস হয়ে গেছে, রাস্তায় পড়ে আছে হতাহতরা।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, উচ্চ ক্ষমতাসম্পন্ন ও নির্ভুলভাবে লক্ষ্য ভেদ করতে সক্ষম, এমন একটি মিসাইল দিয়ে তারা ইউক্রেনের একটি রেস্তোরাঁয় হামলা চালিয়েছে যেখানে ৮৫ জন নিহত হয়েছেন। ওই স্থানে ইউক্রেনে ইউনিট কমান্ডার ও পশ্চিমা প্রশিক্ষকদের একটি বৈঠক চলছিল বলে দাবি তাদের।
আরও পড়ুন: সেনাসদস্য স্বামীকে ইউক্রেনীয় নারীদের ‘ধর্ষণে উৎসাহিত’ করতেন স্ত্রী!
চলমান উত্তেজনার মধ্যেই রুশ বিনিয়োগ দূত কিরিল দিমিত্রিয়েভ দাবি করেছেন, ট্রাম্প প্রশাসন তৃতীয় বিশ্বযুদ্ধ রোধ করেছে এবং শান্তিচুক্তি নিয়ে আলোচনা চলছে।
এদিকে, ন্যাটো মহাসচিব মার্ক রুটে স্পষ্ট করেছেন যুদ্ধ বন্ধের বল এখন রাশিয়ার কোর্টে। ইউক্রেনীয় পররাষ্ট্রমন্ত্রীর দাবি, যুদ্ধ বন্ধে তার দেশ কখনোই প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না। বরং রাশিয়ার ওপর চাপ প্রয়োগ করে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা চালান উচিত বলে যুক্ত করেন তিনি।
]]>