২০২৮ সালে ভাইস প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন না, জানালেন ট্রাম্প

৩ সপ্তাহ আগে
২০২৮ সালের মার্কিন নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তার কিছু সমর্থক রিপাবলিকান প্রেসিডেন্টকে অতিরিক্ত মেয়াদে হোয়াইট হাউজে রাখতে এই সুযোগ নেয়ার কথা বলছেন বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়।

 

এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সাথে এক মতবিনিময়কালে ট্রাম্প বলেন, আমাকে এটা করার জন্য বলা হতে পারে।

 

‘কিন্তু আমি এটা করবো না। আমার মনে হয় এটা খুব চমৎকার ব্যাপার। কিন্তু আমি এটা বাদ দেব কারণ আমার মনে হয় মানুষ এটা পছন্দ করবে না। তাছাড়া এটা ঠিকও হবে না।’

 

আরও পড়ুন:পাকিস্তানের সাথে কৌশলগত সম্পর্ক বিস্তৃত করতে চায় যুক্তরাষ্ট্র: মার্কো রুবিও


মার্কিন সংবিধানের ২২তম সংশোধনী অনুসারে, কেউই তৃতীয়বারের মতো মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারবেন না।


কেউ কেউ পরামর্শ দিয়েছেন, এই নিষেধাজ্ঞা এড়াতে একটি উপায় হবে ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট পদে দাঁড়ানো, যেখানে অন্য একজন প্রার্থী প্রেসিডেন্ট পদে দাঁড়াবেন এবং  পদত্যাগ করবেন। যার ফলে ট্রাম্প আবার প্রেসিডেন্ট পদে বসবেন। তবে এটি বৈধ হবে কিনা তা নিয়ে বিরোধীদের মধ্যে বিতর্ক রয়েছে।


এদিকে, তিনি কি তৃতীয় মেয়াদের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না, একজন সাংবাদিক জিজ্ঞাসা করলে ট্রাম্প সরাসরি জবাব না দিয়ে বলেন, ‘আমি কি এটা উড়িয়ে দিচ্ছি না?  আপনাকে আমাকে বলতে হবে যে, আমি এই সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি কিনা।’

 

ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিওর কথা উল্লেখ করে ট্রাম্প আরও বলেন, তারা দুর্দান্ত মানুষ যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন।

 

আরও পড়ুন:এবার পাক-আফগান সংঘাত ‘খুব দ্রুত সমাধানের’ দাবি ট্রাম্পের


আমি মনে করি যদি তারা কখনও একটি দল গঠন করে, তাহলে তা অপ্রতিরোধ্য হবে, তিনি বলেন। আমি সত্যিই বিশ্বাস করি। তবে এ কথা দিয়ে ট্রাম্প কি বোঝাতে চেয়েছেন তা স্পষ্ট নয়। 

]]>
সম্পূর্ণ পড়ুন