২০২৬ সালে স্কুল ভর্তি লটারিতেই

৩ সপ্তাহ আগে
সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ২০২৬ শিক্ষাবর্ষেও ভর্তিতে লটারি পদ্ধতি বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বুধবার (২৯ অক্টোবর) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।


সভায় মন্ত্রণালয়ের মাধ্যমিক-১, মাধ্যমিক-২, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর এবং শিক্ষা বোর্ডের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির গণমাধ্যমকে জানান, সভায় সার্বিক দিক বিবেচনা করে এবারও লটারির মাধ্যমে স্কুলে শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে। শিগগিরই বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
 

আরও পড়ুন: জুনিয়র বৃত্তি পরীক্ষা পেছালো, নতুন রুটিন প্রকাশ


এই সিদ্ধান্তের আগে গত সোমবার (২৭ অক্টোবর) বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস) ভর্তি পরীক্ষা নেয়ার দাবি জানিয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবকে লিখিত আবেদন দিয়েছিল।


তবে একই দিন অভিভাবক ঐক্য ফোরামের পক্ষ থেকে বিবৃতিতে লটারি পদ্ধতির পক্ষে অবস্থান নেয়া হয়। অভিভাবক ঐক্য ফোরাম জানায়, লটারির মাধ্যমে ভর্তি ব্যবস্থা চালু করা হলে ভর্তি প্রক্রিয়া স্বচ্ছ ও জবাবদিহির আওতায় আসবে, পাশাপাশি কোমলমতি শিক্ষার্থীরা ভর্তি কোচিংয়ের চাপ থেকে রেহাই পাবে।

]]>
সম্পূর্ণ পড়ুন