২০২৬ সালে রমজান শুরু কবে, সম্ভাব্য তারিখ প্রকাশ

৫ দিন আগে
বিশ্বব্যাপী লাখ লাখ মুসলিম অধীর আগ্রহে অপেক্ষা করছেন ২০২৬ সালে রমজানের আগমনের জন্য। ভক্তি, আল্লাহর নৈকট্য, পারিবারিক বন্ধন জোরদার, আত্মীয়তার বন্ধন বজায় রাখা এবং সংহতি ও উদারতার মূল্যবোধ প্রচারের ওপর জোর দেয় পবিত্র এ মাসটি।

জ্যোতির্বিদ্যার হিসাব অনুসারে, ২০২৬ সালে বেশিরভাগ আরব দেশে রমজান শুরু হবে ১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার)। খবর গালফ নিউজের।

 

তবে রমজান শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে চাঁদ দেখা সাপেক্ষে, যা ২৯ শা’বান পর্যবেক্ষণের পর নিশ্চিত করা হবে।

 

Ramadan 2026 expected to begin on February 17, astronomers say

However, the official start date to be confirmed by moon-sighting committeeshttps://t.co/F5MrjisoXQ

— Gulf News (@gulf_news) August 18, 2025

 

প্রতিটি দেশের ধর্মীয় কর্তৃপক্ষ এবং চাঁদ দেখা কমিটি তাদের নিজস্ব পদ্ধতি অনুসারে রমজানের শুরু ঘোষণা করবে। 

 

আরও পড়ুন: আশুরার রোজা কবে, কয়টি রাখতে হয়

 

ইসলামিক ক্যালেন্ডার চন্দ্রচক্র অনুসরণ করে, প্রতিটি মাস শুরু হয় নতুন অর্ধচন্দ্র দেখার পর থেকে।

 

চান্দ্র মাস সৌর মাসের তুলনায় ছোট হওয়ায়, গ্রেগরিয়ান ক্যালেন্ডারে প্রতি বছর রমজান প্রায় ১০ থেকে ১১ দিন পিছিয়ে আসে। ৩৩ বছরের চক্র ধরে, এর অর্থ হলো, মুসলমানরা সব ঋতুতেই পবিত্র মাসটি উপভোগ করেন।

 

সূত্র: গালফ নিউজ

]]>
সম্পূর্ণ পড়ুন