২০২৬ বিশ্বকাপ খেলতে চান মেসি

৩ সপ্তাহ আগে ১১
লিওনেল মেসির ২০২৬ বিশ্বকাপ খেলা নিয়ে নানা সময় প্রশ্ন উঠে থাকে। বিশ্বকাপের এখন আর এক বছরও সময় বাকি নেই, ফলে সমর্থকদের জানার ইচ্ছা তিনি খেলবেন কি না। এবার এক সাক্ষাৎকারেই ২০২৬ বিশ্বকাপ খেলার বিষয়ে কথা বললেন মেসি।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এনবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে লিওনেল মেসি ২০২৬ বিশ্বকাপে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে শিরোপা ধরে রাখার অভিযানে দলের সঙ্গে থাকতে চান তিনি। তবে বরাবরের মতোই জানিয়েছেন, সবকিছু নির্ভর করছে তার শারীরিক ফিটনেসের ওপর।


মেসি বলেন, 'বিশ্বকাপে খেলা অসাধারণ ব্যাপার। আমি সেখানে থাকতে চাই।' আর্জেন্টিনার অধিনায়ক জানান, আগামী বছর ইন্টার মায়ামির হয়ে প্রাক-মৌসুম প্রস্তুতির পর প্রতিদিন নিজের অবস্থা পর্যালোচনা করে দেখবেন তিনি শতভাগ ফিট আছেন কিনা।


আরও পড়ুন: রিয়াল মাদ্রিদ ছাড়তে চান ভিনিসিউস! 


মেসি বলেন, 'জাতীয় দলের হয়ে খেলা সব সময়ই স্বপ্নের মতো, বিশেষ করে বড় কোনো প্রতিযোগিতায়। আশা করি, সৃষ্টিকর্তা আবারও সেই সুযোগ দেবেন।'


পারফরম্যান্স বিবেচনায় মেসি দারুণ ছন্দে আছেন। সম্প্রতি এমএলএসের গোল্ডেন বুট জিতেছেন এবং এমভিপি পুরস্কারেরও ফাইনালিস্ট হয়েছেন। তবে আপাতত তার সব মনোযোগ ইন্টার মায়ামিকে এমএলএস কাপ জেতানোয়।


সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ন্যাশভিলের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে ৩–১ গোলে জিতেছে মায়ামি। আগামী ২ নভেম্বর প্লে–অফের দ্বিতীয় ম্যাচে লড়বে এই দুই দল। সেই ম্যাচ জিতলেই নিশ্চিত হবে মায়ামির সেমিফাইনালে খেলা।

]]>
সম্পূর্ণ পড়ুন