সংস্থাটির মতে, ২০২৩ সালের তুলনায় চলতি বছর নিখোঁজ অভিবাসনপ্রত্যাশীর সংখ্যা ৫০ শতাংশেরও বেশি হয়েছে।
সংস্থাটির ‘রাইট টু লাইফ ২০২৪’ প্রতিবেদনে বলা হয়, এই পথে স্পেন যাওয়ার চেষ্টা করার সময় দিনে গড়ে ৩০ জন মৃত্যুর মুখে ঢলে পড়ছে যা রেকর্ড।
প্রতিবেদনে আরও বলা হয়, ‘মৃতদের মধ্যে অন্তত ৪২১ জন নারী ও এক হাজার ৫৩৮টি শিশু বা অপ্রাপ্তবয়স্ক।’
এর আগের বছর ২০২৩ সালে গড়ে প্রতিদিন ১৮ জনের মৃত্যু হয়েছিল।
আরও পড়ুন: গ্রিসে নৌকাডুবে ৫ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ৪০
সাগরে নৌকাডুবি ও অভিবাসনপ্রত্যাশীদের মৃত্যুর বিষয়ে কামিনদাদো ফ্রন্তেরাস বলেছে, ঝুঁকিতে থাকা ব্যক্তিকে উদ্ধারের দায়িত্ব ও মানুষের ‘বাঁচার অধিকারকে প্রাধান্য দেয়া হচ্ছে না। এর চেয়ে বরং অভিবাসী নিয়ন্ত্রণের দিকটি বেশি প্রাধান্য পাচ্ছে।
এক বিবৃতিতে সংস্থাটির প্রতিষ্ঠাতা হেলেনা মালেনো বলেন, মৃত্যুর এই সংখ্যাগুলো আমাদের উদ্ধার ও সুরক্ষা ব্যবস্থাগুলোর গভীর ব্যর্থতাকে তুলে ধরে।
আরও পড়ুন: ক্যানারি দ্বীপপুঞ্জে নৌকাডুবি, ৯ অভিবাসনপ্রত্যাশীর লাশ উদ্ধার
এক বছরে ১০ হাজার ৪০০ জনেরও বেশি মানুষ নিখোঁজ হওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, এই ট্র্যাজেডি মেনে নেয়া যায় না।
]]>