২০২৪ সালে রেমিট্যান্স এসেছে ২৬৮৯ কোটি ডলার

১ সপ্তাহে আগে
সদ্য বিদায়ী ২০২৪ সালে দেশে রেমিট্যান্স এসেছে ২ হাজার ৬৮৮ কোটি ৯১ লাখ মার্কিন ডলার। যা ২০২৩ সালের তুলনায় ৪৯৭ কোটি ২০ লাখ ডলার বা ২২.৬৮ শতাংশ বেশি।

বুধবার (১ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।


কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, ২০২৪ সালে ২ হাজার ৬৮৮ কোটি ৯১ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স দেশে এসেছে। এর মধ্যে গত বছরের জানুয়ারিতে ২১১ কোটি ৩১ লাখ ৫০ হাজার, ফেব্রুয়ারিতে ২১৬ কোটি ৪৫ লাখ ৬০ হাজার, মার্চে ১৯৯ কোটি ৭০ লাখ ৭০ হাজার, এপ্রিলে ২০৪ কোটি ৪২ লাখ ৩০ হাজার, মে মাসে ২২৫ কোটি ৪৯ লাখ ৩০ হাজার, জুনে ২৫৩ কোটি ৮৬ লাখ, জুলাইতে ১৯১ কোটি ৩৭ লাখ ৭০ হাজার, আগস্টে ২২২ কোটি ৪১ লাখ ৫০ হাজার, সেপ্টেম্বরে ২৪০ কোটি ৪৭ লাখ ৯০ হাজার, অক্টোবরে ২৩৯ কোটি ৫০ লাখ ৮ হাজার, নভেম্বরে ২১৯ কোটি ৯৫ লাখ ১০ হাজার ও ডিসেম্বরে এসেছে ২৬৩ কোটি ৮৭ লাখ ৮০ হাজার মার্কিন ডলার।

 

২০২৪ সালে দেশে আসা রেমিট্যান্সের পরিমাণ (মার্কিন ডলার)
জানুয়ারি ২১১ কোটি ৩১ লাখ ৫০ হাজার
ফেব্রুয়ারি ২১৬ কোটি ৪৫ লাখ ৬০ হাজার
মার্চ ১৯৯ কোটি ৭০ লাখ ৭০ হাজার
এপ্রিল ২০৪ কোটি ৪২ লাখ ৩০ হাজার
মে ২২৫ কোটি ৪৯ লাখ ৩০ হাজার
জুন ২৫৩ কোটি ৮৬ লাখ
জুলাই ১৯১ কোটি ৩৭ লাখ ৭০ হাজার
আগস্ট  ২২২ কোটি ৪১ লাখ ৫০ হাজার
সেপ্টেম্বর  ২৪০ কোটি ৪৭ লাখ ৯০ হাজার
অক্টোবর  ২৩৯ কোটি ৫০ লাখ ৮ হাজার
নভেম্বর  ২১৯ কোটি ৯৯ লাখ ৯৯ হাজার
ডিসেম্বর ২৬৩ কোটি ৮৭ লাখ ৮০ হাজার

 

আর ২০২৩ সালে এসেছিল ২ হাজার ১৯১ কোটি ৭১ লাখ ৫০ হাজার ডলার। এছাড়া ২০২২ সালে এসেছিল ২ হাজার ১২৮ কোটি ৫৪ লাখ ১০ হাজার ডলার। ২০২১ ও ২০২০ সালে যথাক্রমে দেশে এসেছিল ২ হাজার ২০৭ কোটি ২৪ লাখ ৯০ হাজার ও ২ হাজার ১৭৪ কোটি ১৮ লাখ ৩০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স।

 

আরও পড়ুন: ডিসেম্বরে এলো রেকর্ড পরিমাণ রেমিট্যান্স


এদিকে, সদ্যবিদায়ী ডিসেম্বর মাসে দেশে আসা ২৬৩ কোটি ৮৭ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স দেশের ইতিহাসে সর্বোচ্চ। এর আগে ২০২০ সালের জুলাইতে এসেছিল বিগত ৫ বছরের মধ্যে সর্বোচ্চ রেমিট্যান্স। সে মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ২৫৯ কোটি ৮২ লাখ ডলার রেমিট্যান্স।
 

ডিসেম্বরে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৭২ কোটি ২০ হাজার মার্কিন ডলার। এছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ১১ কোটি ২৭ লাখ ২০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৭৯ কোটি ৮৬ লাখ ৫০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৭৪ লাখ ডলার রেমিট্যান্স।

 


কেন্দ্রীয় ব্যাংক আরও জানায়, ডিসেম্বরের ২৯ থেকে ৩১ তারিখ পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ২১ কোটি ৮২ লাখ ২০ হাজার ডলার। ২২ থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত দেশে এসেছে ৪১ কোটি ৩৩ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স। ডিসেম্বরের ১৫ থেকে ২১ তারিখ পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ৬২ কোটি ৫৮ লাখ ৭০ হাজার ডলার।


এছাড়া ৮ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত দেশে এসেছে ৭৬ কোটি ৪৯ লাখ ১০ হাজার ডলার রেমিট্যান্স। আর ডিসেম্বরের প্রথম সপ্তাহে প্রবাসীরা দেশে রেমিট্যান্স পাঠিয়েছিলেন ৬১ কোটি ৬৪ লাখ ৫০ হাজার মার্কিন ডলার।

]]>
সম্পূর্ণ পড়ুন