২০২৪ সালে এক সেকেন্ডের জন্য নেইমার পেয়েছেন ৫০ লাখ টাকা

৩ সপ্তাহ আগে
পিএসজি থেকে আল হিলালে নাম লেখানো নেইমারকে দর্শকরা মাঠে দেখার সুযোগটুকু পাচ্ছেন না। ২০২৩ সালে দলবদল করলেও নেইমার ক্লাবের জার্সিতে দেড় বছরে খেলতে পেরেছেন মাত্র ৭ ম্যাচ। দোষটা কার? চোটের।

চোটের কারণে নেইমারকে ক্যারিয়ারের অধিকাংশ সময় মাঠের বাইরে ব্যয় করতে হয়েছে, হচ্ছে। সদ্য সমাপ্ত ২০২৪ সালটাও ব্যতিক্রম নয়। এ বছর মাত্র ২টি ম্যাচে মাঠে নামতে পেরেছিলেন তিনি, মিনিটের হিসাবে ৪২। কিন্তু হিলাল তো আর তাকে বেতন দিতে অপরাগতা প্রকাশ করতে পারে না! ফরাসি আউটলেট ফুট মারকাটোর তথ্য অনুযায়ী, চুক্তি অনুসারে সদ্য সমাপ্ত বছরে নেইমার পেয়েছেন প্রায় ১০০ মিলিয়ন ইউরো।


বাংলাদেশি টাকার হিসাবে নেইমারের পকেটে গেছে ১২৭৪ কোটি টাকার বেশি, ৪২ মিনিট খেলে প্রতি মিনিটে ৩০ কোটি টাকা। আর সেকেন্ডের হিসাবে তা ৫০ লাখ ৫৬ হাজার টাকা। বিনিময়ে নেইমার কোনো গোল অ্যাসিস্ট করতে পারেননি।


আরও পড়ুন: ভিনিসিউস ক্লাবের মালিকানা কেনার পথে হাঁটছেন


নেইমারের এই অবস্থা নিয়ে আল হিলাল কর্তৃপক্ষ মোটেই খুশি নয়। ব্রাজিলিয়ান তারকাকে বেছে দেয়ার প্রসঙ্গও উঠছে সে কারণে। গুঞ্জন রয়েছে, আল হিলালের পাট চুকিয়ে নেইমার ফিরবেন তার শৈশবের ক্লাব সান্তোসে। কিন্তু তার এজেন্ট পিনি জাহাভি নেইমারের আল হিলাল ছাড়ার বিষয়টি স্রেফ গুজব বলে উড়িয়ে দিয়েছেন।


২০১৭ সালে রেকর্ড ট্রান্সফার ফি-তে বার্সেলোনা থেকে পিএসজিতে পাড়ি জমান নেইমার। ২০২৩ সালে ক্লাবটি যখন ছাড়েন, তখন ভিন্ন ভিন্ন চোটে ক্লাবটির হয়ে তিনি যা ম্যাচ খেলেন, তার চেয়ে বেশি ম্যাচ মিস করেছেন তিনি।


আল হিলালে নাম লিখিয়ে গত মৌসুমে মাত্র পাঁচ ম্যাচ খেলে এসিএল চোটে ছিটকে যান এক বছরের জন্য। গত অক্টোবরে ফিরে দুই ম্যাচ খেলে আবার চলে গেছেন মাঠের বাইরে। তাই গুঞ্জন রয়েছে তার ক্লাব ছাড়ার।

]]>
সম্পূর্ণ পড়ুন