ভারত সফরে কানপুর টেস্টে যেন বিনা মেঘেই বজ্রপাত। হয়তো নানা কারণে অস্বস্তিকর ল্যু হাওয়ার যেন পরিসমাপ্তি চেষ্টা টাইগার কিংবদন্তি সাকিবের। আপাতত বিদায় বললেন টি-টোয়েন্টিকে, খেলতে চেয়েছিলেন ঘরের মাঠে শেষ টেস্ট। তবে তা না হওয়ায় এই দুই ফরম্যাটেই ইতি টানা হয়ে গেছে তার।
সাকিবের বিদায় যেন প্লট তৈরি করে দেয় আরেক সিনিয়র ক্যাম্পেইনার মাহমুদউল্লাহ রিয়াদের। সংক্ষিপ্ত সংস্করণে নিজের বাজে পারফম্যান্সের ইতি টানেন সেই সফরেই।
তবে শুধু সাকিব আর রিয়াদ নন। ২০২৪ সালে সংক্ষিপ্ত সংস্করণে আন্তর্জাতিক সার্কিটকে বিদায় বলেছেন আরও অনেক ক্রিকেটার। ১৭ বছর পর ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়ে এই ফরম্যাট থেকে অবসরের ঘোষণা তিন কিংবদন্তি বিরাট কোহলি, রোহিত শর্মা আর রবীন্দ্র জাদেজা। ফাইনাল সেরা কোহলির ৭৬ রানের ইনিংস ভারতীয় ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরাও বটে।
আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স ট্রফির পূর্ণাঙ্গ সূচি প্রকাশ, কে কোন গ্রুপে
এত গেল টি-টোয়েন্টি ফরম্যাটের গল্প। ২৪ জুড়ে তিন ফরম্যাটকেই বিদায় বলেছেন এমন ক্রিকেটারের সংখ্যাও নেহাত কম নয়। তবে তাদের মধ্যে ওপরের সারিতে থাকবেন অজি ওপেনার ডেভিড ওয়ার্নার। একই দেশের ম্যাথু ওয়েডও আছেন এই তালিকায়। তবে মোটে ২৬ বছরে পুকোভস্কির অবসরের ঘোষণা বিস্মিত করেছে অনেককেই।
ইংলিশ পেসার জিমি অ্যান্ডারসন ক্রিকেটকে বিদায় বলেছেন চলতি বছরই। যে দলে আছেন দাউদ মালান আর মঈন আলীও। যদিও এর আগে অবসর ভেঙে বেন স্টোকসের অনুরোধে একবার টেস্টে ফিরেছিলেন মঈন। তবে এবার জানিয়েছেন আর না।
বছরের শেষে ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত ভারতের রবিচন্দ্র অশ্বিনের। চলমান বর্ডার-গাভাস্কার ট্রফিরর মধ্যেই অশ্বিন তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন ব্যাটপ্যাড। শিখর ধাওয়ান, ঋদ্ধিমান সাহা, সৌরভ তেওয়ারী কিংবা দিনেশ কার্তিকের বিদায় দেখেছে ২০২৪।
আরও পড়ুন: অস্ট্রেলিয়া-ভারতের ম্যাচে বাংলাদেশি আম্পায়ার
সবধরনের ক্রিকেটকে গুডবাই বলেছেন ব্ল্যাকক্যাপস কলিন মুনরো, টিম সাউদি, নিল ওয়াগনাররা। টি-টোয়েন্টিকে ট্রেন্ট বোল্ট। নামিবিয়ার কিংবদন্তি ডেভিড ভিসাও চলতি বছরই নিয়েছেন অবসর। পাকিস্তানের মোহাম্মদ আমির, ইমাদ ওয়াসিমরাও ২২ গজকে বিদায় বলেছেন এবছরই। তবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিজেদের গুটিয়ে নিলেও এদের অনেকেই খেলছেন ঘরোয়া ক্রিকেট।
]]>