রোববার (২৯ ডিসেম্বর) বিকেল সোয়া ৩ টার দিকে ট্রেন চলাচল শুরু হয়। এর আগে দুপুর সোয়া একটার দিকে ধলা স্টেশনের আউটার এলাকায় ইঞ্জিন বিকলের ঘটনা ঘটে।
রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা মহুয়া কমিউটার ট্রেন গফরগাঁও স্টেশনে যাত্রা বিরতির পর ময়মনসিংহের উদ্দেশ্যে ছেড়ে যায়। পরে বন্ধ থাকা ধলা স্টেশনের আউটার সিগনাল এলাকায় ইঞ্জিন বিকল হয়ে গেলে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। লাইন ক্লিয়ার না থাকায় এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর অগ্নিবীণা ট্রেন গফরগাঁও স্টেশনে আটকা পড়ে। পরে ময়মনসিংহ থেকে বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিন এসে সোয়া তিনটার দিকে মহুয়া কমিউটার ট্রেনকে নিয়ে যায়।
আরও পড়ুন: চলন্ত ট্রেনের ইঞ্জিনে হঠাৎ ধোঁয়া, আতঙ্কে যাত্রীরা!
গফরগাঁও স্টেশনের দায়িত্বপ্রাপ্ত সহকারি স্টেশন মাস্টার নূরে আলম সিদ্দিকী বলেন, ধলা আউটার স্টেশন এলাকায় মহুয়া কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় ট্রেন চলাচল বিঘ্নিত হয়। এ সময় গফরগাঁও স্টেশনে আন্তঃনগর অগ্নিবীণা ট্রেন আটকে ছিল। পরে ময়মনসিংহ থেকে ঢাকাগামী বলাকা ট্রেনের ইঞ্জিন গিয়ে মহুয়া ট্রেনটি আউলিয়ানগর স্টেশনে টেনে নিয়ে গেলে দুই ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়। পরে রিলিফ ইঞ্জিন গিয়ে মহুয়া কমিউটার ট্রেনটি বিকেল ৫ টার দিকে ময়মনসিংহ স্টেশনে নিয়ে যায়।
]]>