রোববার (৩০ মার্চ) জাতীয় নাগরিক কমিটি পঞ্চগড়ের আয়োজনে ইফতার মাহফিলে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের উদ্দেশ্যে এ কথা বলেন সারজিস।
সারজিস বলেন, ‘আমরা আজ জাতীয় নাগরিক পার্টির মাধ্যমে যে একত্রিত হয়েছি। রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ যে সম্পর্ক সেটা শেখ হাসিনা নিজ হাতে ধ্বংস করে দিয়েছিল। নতুন বাংলাদেশের বড় চ্যালেঞ্জ রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্কের সৌহার্দ্যপূর্ণ ফিরিয়ে আনা। তাহলে আমরা আমাদের আগামী বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারব। আমরা বিশ্বাস করি সেই সূচনা জাতীয় নাগরিক পার্টি এবং অন্য দলগুলোর সহযোগিতায় পঞ্চগড় জেলা থেকে শুরু হবে।’
আরও পড়ুন: প্রতিযোগী না হয়ে প্রতিপক্ষ হলে পঞ্চগড় জেলারও ক্ষতি হবে: সারজিস
এর আগে শুভেচ্ছা বক্তব্যে দল-মত নির্বিশেষে একসঙ্গে থেকে সবাইকে আগামী দিনে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে সবাইকে ঐক্য থাকার আহ্বান জানান বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়নবিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্যসচিব ফরহাদ হোসেন আজাদ।
ফরহাদ হোসেন আজাদ বলেন, ‘রাজনীতির মাঠে আমাদের ভিন্নতা থাকতে পারে, বিভিন্ন মত থাকতে পারে। কিন্তু আমরা পঞ্চগড়ের সাথে এক থাকব। ঠিক তদ্রূপ আমরা নিজেদের যে সামাজিক অনুষ্ঠান থাকে সে অনুষ্ঠানগুলোতে আমরা দলমত নির্বিশেষে একসঙ্গে থেকে আমরা আগামী দিনে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে- যে দীর্ঘ যে আন্দোলন সংগ্রাম করেছি আজকে যে ফ্যাসিস্টকে আমরা বিতাড়িত করেছি, সেখান থেকে আমরা সব সময় চেষ্টা করব ঐক্য থাকব। আমাদের ঐক্যের মাঝে যেন ভিন্নতা না থাকে। এই ঐক্য নিয়ে কাজ করব। এই ঐক্য নিয়ে যদি আমরা ভিন্নতা তৈরি করি, তাহলে যে ফ্যাসিস্টরা ওত পেতে প্রতিদিন ষড়যন্ত্র করছে তারা আমাদের ঐক্যকে বিশিষ্ট করার জন্য এবং প্রভাব বিস্তার করার জন্য কাজ করে যাচ্ছে। আমরা চেষ্টা করব এই মাহফিলের মাধ্যমে সেভাবে সবাইকে ধারণ করে কাজ করব।’