ক্যানবেরায় ৯৭ রানের মধ্যে সূর্যকুমার যাদবের ৩৯। ২৪ বলের ইনিংসে ৩টি চার ও ২টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। এই ২ ছক্কা দিয়েই আন্তর্জাতিক টি-টোয়েন্টির ৯১ ম্যাচে ১৫০ ছক্কা হলো ভারত দলপতির। ৮৬ ইনিংসে তিনি বল খেলেছেন ১৬৫০টি।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দেড়শ বা তার বেশি ছক্কা আছে আরও চারজনের। ১৫১ ইনিংসে ২০৫ ছক্কা মারা রোহিত শর্মা সবার শীর্ষে। সংযুক্ত আরব আমিরাতের মুহাম্মদ ওয়াসিম ১৮৭টি ছক্কা মেরেছেন ৯১ ম্যাচের ৯১ ইনিংসে। এছাড়া মার্টিন গাপটিলের ১২২ ম্যাচে ১৭৩ ও জস বাটলারের ১৪৪ ম্যাচে ১৭২টি ছক্কা রয়েছে।
আরও পড়ুন: ওয়ানডে র্যাঙ্কিংয়ের এক নম্বরে উঠে বিশ্ব রেকর্ড রোহিত শর্মার, সৌম্যর বড় লাফ
এই চারজনের মধ্যে মাত্র একজনই দেড়শ ছক্কায় সূর্যকুমারের চেয়ে দ্রুততম। আরব আমিরাত ওপেনার ১৫০ ছক্কার মাইলফলক স্পর্শ করেন ৬৬ ইনিংসে। ওয়াসিম বলের হিসাবেও দ্রুততম। তাকে খেলতে হয়েছে ১৫৪৩ বল। পাঁচজনের এই দলে সূর্যকুমার একটা জায়গায় সেরা। তার ১৬৪ ছাড়ানো স্ট্রাইকরেট আর কারো নেই। ওয়াসিম ১৫১.৭৬, বাটলার ১৪৮.৯৭, রোহিত ১৪০.৮৯ ও গাপটিল ১৩৫.৭০ স্ট্রাইকরেটে ব্যাট করেছেন।
পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের পরের ম্যাচটি খেলতে দুদল এখন যাবে মেলবোর্নে। ৩১ অক্টোবর হবে ওই ম্যাচ। পরের ম্যাচগুলো যথাক্রমে ২, ৬ ও ৮ নভেম্বর।

৩ সপ্তাহ আগে
৫







Bengali (BD) ·
English (US) ·