বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে এক অভিভাবক তাড়াহুড়ায় সন্তানকে স্কুলে পৌঁছে দিতে গিয়ে টাকা ভর্তি ব্যাগ অটোরিকশায় ফেলে যান। কিছুক্ষণ পর বিষয়টি টের পেয়ে ব্যাগ খুঁজতে বের হলেও অটোরিকশাটি খুঁজে পাননি তিনি।
অবশেষে প্রায় ৪০ মিনিট পর অনিক নিজেই ওই যাত্রীর বাড়িতে গিয়ে টাকা ভর্তি ব্যাগটি হস্তান্তর করেন।
আরও পড়ুন: গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলার প্রতিবাদে কুমিল্লায় মহাসড়ক অবরোধ
অনিক জানান, ‘ব্যাগ খুলে টাকা দেখে বাবাকে ফোন দেই। বাবা বললেন, “যার জিনিস, তাকে ফিরিয়ে দে। হারাম টাকা নিয়ে বাঁচা যাবে না।” এরপর আশপাশে ঘুরে ব্যাগের মালিককে খুঁজে বের করি।’
জানা গেছে, অনিকের বাবা নিজেও একজন অটোরিকশা চালক। পরিবারে সততার চর্চা দীর্ঘদিনের।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে অনিকের সততা ও মানবিকতার প্রশংসায় মেতে ওঠে কুমিল্লাবাসী। অনেকেই বলছেন, অনিক সমাজের জন্য এক আশার আলো।
]]>